বাংলা টেলিভিশনে বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে ধারাবাহিকগুলো সেভাবে টিআরপি তালিকায় ফল করতে পারছে না সেগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। সেগুলো যদি নতুন বা অল্প কিছুদিনের ধারাবাহিক হয় তাহলেও সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে।
এইভাবেই কিছু মাস আগে স্টার জলসা এবং জি বাংলার বেশ কিছু ধারাবাহিককে বন্ধ করে দেওয়া হয়েছিল। দর্শকরা নানা রকম মত দিলেও টিআরপিকে গুরুত্ব দিয়েই নতুন ধারাবাহিক গুলোকে বন্ধ করে দেওয়া হয়। এবার আবার সেই একই পথ অনুসরণ করতে চলেছে জি বাংলা।
সম্প্রতি জি বাংলায় বেশ কিছু নতুন ধারাবাহিকের ঝলক সামনে এসেছে। একটি হল ‘নিম ফুলের মধু’ যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবে অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী পল্লবী শর্মা। এবং অন্যটি হলো ‘সোহাগ জল’। যেটিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা হানি বাফনাকে।
প্রসঙ্গত ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি শুরু হবে সন্ধ্যে আটটার স্লটে এবং ‘মিঠাই’ যাবে সন্ধ্যে ছটার স্লটে। আর সেই স্লটের ধারাবাহিক ‘পিলু’ শেষ হয়ে যাচ্ছে। যতদূর শোনা যাচ্ছে যে ধারাবাহিকের টিআরপি কম থাকার কারণে তাড়াতাড়ি শেষ করে দেওয়া হচ্ছে।
তবে এবার খবর যে ধারাবাহিক ‘সোহাগ জল’ আসছে জি বাংলার অন্য একটি ধারাবাহিকের জায়গায় সেটি হল ‘লালকুঠি’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যায় অভিনেতা রাহুল ব্যানার্জি এবং অভিনেত্রী রুকমা রায়কে। এই ধারাবাহিকের গল্প সাধারণ সাংসারিক জটিলতা নিয়ে নয় রহস্য রোমাঞ্চ নিয়ে তৈরি হয়েছিল। তাই অনেকেই ভেবেছিল যে ধারাবাহিকটি জনপ্রিয়তা অর্জন করবে।
কিন্তু তা হয়নি শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকায় জায়গা করতে হিমশিম খেতে হয়েছে লালকুঠিকে। তাই ধারাবাহিকটিকে সাত মাসের মাথাতেই শেষ করে দেওয়া হচ্ছে।
তবে এবার ‘লালকুঠি’ ভক্তদের দাবি যে ধারাবাহিকটিকে বন্ধ না করে দিয়ে সময় পরিবর্তন করে দেওয়া হোক। কারণ অন্যান্য ধারাবাহিকের মতো একঘেয়ে না হয়ে একটু অন্যরকম ধারাবাহিক ছিল লালকুঠি। তাই এই ধারাবাহিকের গল্প যেন এত তাড়াতাড়ি শেষ না হয় এটাই দাবি দর্শকের।