জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: ছোট ছোট ডিটেলিংয়েই বাজিমাত, হালুমের মা সাত দিনবন্দি ছিল বলেই মাথার ফুল শুকানো দেখানো হয়েছে! মিঠাই টিমকে কুর্নিশ ভক্তদের

বাংলা টেলিভিশনের জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই’। যার গল্প একটা সময় দর্শকের মন এতটাই জয় করেছিল যে বহু সপ্তাহ ধরে তাদেরকেই দেখা গিয়েছিল টিআরপির শীর্ষস্থানে। তবে সম্প্রতি তাদের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। আজকাল প্রথম পাঁচেও দেখা যায় না ‘মিঠাই’ ধারাবাহিককে। কিন্তু এখনো যে তার নির্মাতাদের বেশ কিছু জিনিসে দর্শকদের মন জয় করে তা গতকালের পর্বতেই বোঝা গেল।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে যে একটি অবাঙালি বাচ্ছা ছেলে মিঠাইয়ের সাথে মনোহরাতে এসে থাকছে। মোদক পরিবারের সকলেই তাকে খুব ভালোবাসে কিন্তু তারা জানতে পারে যে গুন্ডারা সেই বাচ্ছা ছেলেটির বাবা মাকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। আর তাই রুদ্রর সহযোগিতায় সিদ্ধার্থ, শ্রীতমা আর রাতুল মিলে তার বাবা-মাকে উদ্ধার করে এবং বাচ্ছাটির কাছে নিয়ে আসে। তবে এবার মিঠাইয়ের কাছ থেকে হালুম চলে যাবে তাই মিঠাইসহ মোদক পরিবারের সকলের মন খারাপ।

Mithai: কে এই মিঠাইয়ের হালুম! ফাঁস হলো আসল পরিচয় - CINEBANGLA.IN

আর গতকালের পর্বে এটাই দেখে মুগ্ধ হয়েছে দর্শক। এই পর্বে মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃসার অসম্ভব সুন্দর অভিনয়ের জন্য প্রশংসায় ভরিয়েছে দর্শক অভিনেত্রীকে। তবে শুধু অভিনেত্রীর অভিনয়েরই প্রশংসা হয়নি এই দিন তার সাথে ধারাবাহিক নির্মাতাদেরও বেশ প্রশংসা করেছে ধারাবাহিকপ্রেমীরা।

Watch Mithai TV Serial 15th August 2022 Full Episode 577 Online on ZEE5

প্রসঙ্গত ধারাবাহিককে দেখানো হয়েছিল যে বাচ্ছা ছেলেটির বাবা-মাকে বেশ কয়েকদিন ধরে কিডন্যাপ করে রেখে দেওয়া হয়েছিল। আর তাই তার বাবা মাকে যখন খুঁজে পাওয়া যায় তারা বেশ বিধ্বস্ত অবস্থাতেই ছিল। কিন্তু সেখানেই বাচ্ছা ছেলেটির মায়ের ভূমিকায় যে অভিনয় করছেন তার মাথায় একটি ফুলের মালা দেওয়া ছিল যেহেতু তিনি সাউথ ইন্ডিয়ান। সেই মালাটি দেখানো হয়েছে পুরোপুরি শুকনো। আর সেটি দেখেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন ধারাবাহিক নির্মাতাদের। তারা বলছেন যে ‘মিঠাই’ ধারাবাহিকের নির্মাতারা এত ছোট ছোট জিনিসের এত সুন্দর নজর রাখেন বলেই হয়তো ধারাবাহিকটি এতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।

Nira

                 

You cannot copy content of this page