Connect with us

Tollywood

Monalisa: এই জনপ্রিয় খলনায়িকা দিলেন সুখবর! শুরু হলো জীবনের নতুন অধ্যায়! মা হলেন মোনালিসা, তাহলে আর কি দেখতে পাবো না তাকে সিরিয়ালে?

Published

on

Monalisa Sarkar Paul

টালিপাড়ায় এবার দারুন একটা সুখবর। এই নায়িকার ভক্তদের জন্য এসে গেল একটা বড় খবর। মা হলেন এই জনপ্রিয় অভিনেত্রী। তিনি ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। একদিকে সঞ্চালনা এবং অন্যদিকে অভিনয় দুটোকে সমান তালে টেনে নিয়ে গেছেন এই অভিনেত্রী। তবে একটি মাত্র অনুষ্ঠান সঞ্চালনা করে তিনি টেলি দুনিয়াতে প্রভূত প্রশংসা এবং জনপ্রিয়তা লাভ করেছিলেন।

৯০ এর দশকের ছেলেমেয়েদের কাছে টিভির পর্দায় হাওড়া ব্রিজ একটা অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছিল। আর এই অনুষ্ঠানকে ততোধিক সমৃদ্ধ করে তুলেছিলেন শুধুমাত্র এই নায়িকা। বুঝতে পারলেন কোন অভিনেত্রীর কথা বলছি?

তিনি হলেন মোনালিসা পাল। সাত পাকে বাঁধা, বোঝে না সে বোঝে না, কে আপন কে পর, দীপ জ্বেলে যাই ইত্যাদি আরো বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রে প্রধান মুখ হয়েছিলেন এই নায়িকা। তার পাশাপাশি আই লাভ ইউ নামক হাস্যরসমূলক অনুষ্ঠানের সঞ্চালিকাও ছিলেন তিনি।

সেই অভিনেত্রী এবার মা হয়েছেন সম্প্রতি। জানা গেল কয়েকদিন আগেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মোনালিসা। তবে জীবনের এত বড় অধ্যায়ের এত বড় একটি সুখবর তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। স্বামী বিশ্বজিৎ, পরিবার ও কাছের মানুষদের সঙ্গেই এই খুশি সেলিব্রেট করেছেন তিনি। তাদের সঙ্গে জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি এখন ভাগ করে নিচ্ছেন টেলিপাড়ার এই জনপ্রিয় খলনায়িকা।

মা হওয়ার কারণে এখন পুরো সময়টাই তিনি সন্তানকে দিতে চান আর তাই কাজ থেকে বিরতি নিয়েছেন আপাতভাবে। শেষবার অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেছে দেশের মাটি ধারাবাহিকে। রাজা-মাম্পির জীবনে চরম অশান্তি ডেকে আনা সেই কৃপা বসু এখন বাস্তবে মা হয়েছে। কিছু মাস ধরে ছোট পর্দায় দর্শকরা তাকে দেখতে পাচ্ছিল না। কিন্তু তার পেছনে ছিল নায়িকার মা হওয়ার কারণ। আর এই খবর জানার পর আশা করি নায়িকার ভক্তরা তাকে প্রচুর শুভেচ্ছা জানাবেন আগামী জীবনের জন্য।