জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অল্পেই যাত্রা থেমেছিল ‘যোগমায়া’র, কিন্তু কেরিয়ার নয়! বাংলার পর এবার হিন্দি ধারাবাহিকে নতুন রূপে ফিরছেন নেহা আমনদীপ! কোন ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে?

এক সময়ে বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি।ছোট পর্দায় আত্মপ্রকাশ ‘স্নেহাশীষ চক্রবর্তী’র (Snehasis Chakraborty) হাত ধরে, জি বাংলার ‘স্ত্রী’ (Stree) ধারাবাহিক দিয়ে। সেই সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে এই ধারাবাহিক। আর সমানভাবে প্রশংসিত হয় অভিনেত্রী ‘নেহা আমনদীপ’ (Neha Amandeep) । এরপর দীর্ঘদিন দূরে ছিলেন টেলিভিশন থেকে, কিন্তু চালিয়ে গেছেন ওয়েব সিরিজের (web Series) কাজ।

অবশেষে জি বাংলায় ফিরেছিলেন ‘যোগমায়া’ (Jogomaya) তে, বছর পর ছোটপর্দায় ফিরলেও সে প্রত্যাবর্তন যে খুব একটা সফল হয়নি, তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছিল টিআরপি তালিকা। ফলে বাংলা টিভি ইন্ডাস্ট্রিতে নতুন করে জমি শক্ত করার স্বপ্ন কিছুটা হলেও ধাক্কা খায় তাঁর। সব সময় নতুন কিছু করার চেষ্টা করে গেছেন নেহা, আর এবার সেই চেষ্টারই পুরস্কার পেলেন বড়সড়ভাবে। নেহা এবার পা রাখতে চলেছেন বলিউডে!

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে একটি মাইক্রোড্রামায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এটাই তাঁর প্রথম হিন্দিতে অভিনয়, ফলে স্বাভাবিকভাবেই এই কাজকে ঘিরে তাঁর মধ্যে উত্তেজনাও আছে। বাংলার পর এবার জাতীয় স্তরে দর্শকের সামনে নিজের অভিনয়ের জাদু দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি। অভিনেত্রী নিজেও এই কাজ নিয়ে যথেষ্ট আশাবাদী। শোনা যাচ্ছে, নেহাকে এই নতুন গল্পে এক বাঙালি গৃহবধূর চরিত্রে দেখা যাবে, যার নাম নীলম।

তবে এই নীলমের জীবন মোটেই সুখী নয়। চরিত্রটি প্রচুর যন্ত্রণা ও অবহেলার শিকার, যার মধ্য দিয়ে সে সংগ্রাম করে নিজের বাঁচিয়ে রাখে, আর বাকি গল্প প্রকাশ পেলেই জানা যাবে। এদিন নেহা জানিয়েছেন, এই চরিত্রটি তাঁর খুব কাছের এবং মানসিকভাবে তাঁকে দারুণ নাড়া দিয়েছে। ‘যোগমায়া’ ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলেও সেই যাত্রাটা যেন একরকম ভূমিকা পালন করেছে বলিউডের এই সুযোগের জন্য।

সময়টুকুর অপেক্ষা ছিল, প্রস্তুতিও ছিল এবং এখন নেহা বুঝতে পারছেন, সেই প্রস্তুতি কতটা কাজে এসেছে। বাংলা টেলিভিশনের দর্শকেরা যাঁকে ভুলতে বসেছিলেন, এবার হয়তো আবার নেহার নতুন রূপে মুগ্ধ হবেন, তবে একটু বড় পরিসরে। নেহার এই সাফল্য আরও অনেক শিল্পীর অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। বাংলার মেয়ে হোক বা বউ, এবার হিন্দি পর্দাতেও তাঁর দীর্ঘস্থায়ী ছাপ পড়বে, এতটুকু বলা যায় নিশ্চিন্তে।

Piya Chanda

                 

You cannot copy content of this page