জি বাংলার (Zee Bangla) এখন যেন নতুন ধারাবাহিকের ঢল নেমেছে। চ্যানেল কর্তৃপক্ষ একের পর এক নতুন গল্পের ঘোষণা করে চমকে দিচ্ছে দর্শকদের। সদ্যই সামনে এসেছে ‘কুসুম’ (Kusum) ধারাবাহিকের প্রথম ঝলক এবং সম্প্রচারের দিনক্ষণ। এর মাঝেই প্রকাশ্যে এসেছে ‘প্রতীক সেন’ (Pratik Sen) এর ‘দাদামণি’র (Dadamoni) প্রোমো, পাশাপাশি তালিকায় আছে ‘রাণী ভবানী’র (Rani Bhavani) মতো প্রতীক্ষিত ধারাবাহিকও। নতুন গল্পের ভিড়ে এবার আরও বড় চমক নিয়ে ফিরতে চলেছেন নবাগতা ‘রত্নপ্রিয়া দাস’ (Ratnapriya Das)!
প্রসঙ্গত ২০২৪ সালের মে মাসে স্টার জলসার পর্দায় ‘উড়ান’ ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশ করেন রত্নপ্রিয়া। সেখানে তাঁর বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। প্রথমবারের মতো এক নবাগতা ও চেনা মুখের এই জুটি দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। বিশেষ করে রত্নপ্রিয়ার সাবলীল অভিনয় নজর কাড়ে অনেকের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ধারাবাহিক টিআরপি রেসে পেরে ওঠেনি জি বাংলার ‘পরিণীতা’র সঙ্গে, মাত্র আট মাসেই থেমে যায় ‘উড়ান’-এর উড়ান।
ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল নানা গুঞ্জন। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে প্রতীক সেন ফিরছেন জি বাংলার নতুন ধারাবাহিকে, যেখানে তাঁকে দেখা যাবে ‘দাদামণি’ রূপে। এখানেই শেষ নয়, ‘উড়ান’-এর আরও এক জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুও আসছেন ‘কুসুম’ ধারাবাহিকের মাধ্যমে। অন্যদিকে, রত্নপ্রিয়া দাসকেও নিয়ে আলোচনায় উঠে এসেছে নতুন খবর। এখন সূত্র বলছে, তিনিও জি বাংলার সঙ্গে যুক্ত হতে চলেছেন নতুন একটি মেগার হাত ধরে।
তবে এই নতুন ধারাবাহিকের বিষয়বস্তু বা গল্প নিয়ে এখনও চ্যানেলের তরফ থেকে সিলমোহর পড়েনি। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, এটি হতে চলেছে একটি প্রেমের গল্প, যেখানে রত্নপ্রিয়ার বিপরীতে অভিনয়ের জন্য টেলিভিশনের এক অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখকে ভাবা হয়েছে। যদিও এখনও কাস্টিং চূড়ান্ত হয়নি, দুজনকেই প্রস্তাব পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। রত্নপ্রিয়া নাকি ইতিমধ্যেই এই প্রস্তাবে সায় দিয়েছেন।
আরও পড়ুনঃ ঈশ্বর নিয়ে যুক্তির লড়াইয়ে এবার শ্রুতি দাস! বিপরীতে নায়ক চরিত্রে বিশ্বনাথ! কবে থেকে আসছে এই নতুন ধারাবাহিক?
উল্লেখ্য জি বাংলার এই নতুন ধারাবাহিকের আগমণ আর পুরনো ধারাবাহিকের বিদায়ে মন ভাড় অনেকের। এখন অভিনেতা-অভিনেত্রীদের একটা চ্যানেল থেকে অন্য চ্যানেলে যাওয়া মোটেও অস্বাভাবিক নয়। স্টার জলসা থেকে জি বাংলায় এসে রত্নপ্রিয়াও সেই তালিকায় নাম লেখাতে চলেছেন। নতুন চ্যানেল, নতুন গল্প আর নতুন চরিত্রে দর্শকের ভালোবাসা কতটা অর্জন করতে পারেন তিনি, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।