জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঈশ্বর নিয়ে যুক্তির লড়াইয়ে এবার শ্রুতি দাস! বিপরীতে নায়ক চরিত্রে বিশ্বনাথ! কবে থেকে আসছে এই নতুন ধারাবাহিক?

জি বাংলার আসন্ন ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলিউডের জনপ্রিয় ছবি ‘ওহ মাই গড’ (OMG – Oh My God) অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকটি যেমন ধর্মবিশ্বাস, ঈশ্বরের অস্তিত্ব এবং সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণাকে প্রশ্নবিদ্ধ করবে, তেমনই এক সাধারণ মানুষের বিপ্লবী লড়াইয়ের গল্পও বলবে। মুখ্য ভূমিকায় রয়েছেন ‘বিশ্বনাথ বসু’ (Biswanath Basu), তেমনই এবার এই নতুন ধারাবাহিকের সাহসী ও স্বতন্ত্র নারীচরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী ‘শ্রুতি দাস’ (Shruti Das)। আর এটাই হতে চলেছে শ্রুতির টেলিভিশনে বহুল প্রতীক্ষিত কামব্যাক।

ছোটপর্দা থেকে বড়পর্দা, এমনকি ওয়েব সিরিজ, সব মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করে আসা শ্রুতি দাসের কেরিয়ারে এই ধারাবাহিক এক নতুন মোড় হতে চলেছে। চেহারা নিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবুও বারবার নিজেকে প্রমাণ করেছেন শক্তিশালী অভিনয় দিয়ে। ‘ত্রিনয়নী’ থেকে শুরু করে ‘রাঙা বউ’, এবং সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘আমার বস’, প্রতিটি চরিত্রে তিনি নিজের স্বকীয়তার ছাপ রেখেছেন।

আর এবার ‘ঈশ্বর’ ও ধর্মব্যবসা নিয়ে প্রশ্ন তুলতে ধারাবাহিকের মুখ্য নারীচরিত্র হিসেবে, শ্রুতি এক জীবন্ত প্রতিবাদ। এই ধারাবাহিকে শ্রুতি যে চরিত্রে অভিনয় করছেন, সেই নারী একাধারে যুক্তিবাদী, প্রতিবাদী ও সমাজ সচেতন। এমন একটি চরিত্রে শ্রুতির নিজের বাস্তব জীবনের সংগ্রাম এবং সাহসীকতা অনায়াসে মিশে যাবে, ফলে ধারাবাহিককে অন্য মাত্রা এনে দেবে নিঃসন্দেহে। অনেকদিন টেলিভিশন থেকে দূরে ছিলেন শ্রুতি।

সেই সময় ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে নিয়ে নানান প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ‘ডাইনি’ ও ‘আমার বস’-এর মতো প্রোজেক্টে সফলভাবে অভিনয় করে তিনি বোঝান, প্রতিভা কখনও চাপা পড়ে না। সেই শিল্পীসত্তাকেই এবার আবারও ধারাবাহিকের ফিরিয়ে আনছেন শ্রুতি। ‘ভগবান দাস’-এর বিপরীতে যুক্তিবাদী প্রশ্ন তোলা এই নারীচরিত্র জি বাংলার প্রাইম টাইমে দর্শকদের নতুন করে ভাবতে বাধ্য করবে।

ধারাবাহিকের প্রোমো শ্যুট ইতিমধ্যেই শেষ হয়েছে। আর নায়িকা হিসেবে শ্রুতি দাসের উপস্থিতি নিঃসন্দেহে এই ধারাবাহিকের প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। ঈশ্বর, ধর্ম আর বিশ্বাসের আড়ালে থাকা ব্যবসার মুখোশ খুলে দিতে এবার যে নারী এগিয়ে আসছেন, তিনি বাস্তব থেকে উঠে আসা এক সংগ্রামী চেহারা। দর্শক কতটা পছন্দ করে এই ধারাবাহিক, এখন সেটাই দেখার অপেক্ষায় সবাই।

Piya Chanda

                 

You cannot copy content of this page