জি বাংলার পরিণীতা (Parineeta) তে আজকের পর্বের শুরুতেই দেখা যায় বসু বাড়িতে এসে উপস্থিত হয়েছেন পারুলের মা, ভাই আর বোন। হঠাৎ তাঁদের দেখে পারুল কিছুটা স্তম্ভিত হয়ে যায়, পরক্ষণেই পারুল জানতে পারে তার জন্মদিন উপলক্ষে মা আর বাকিরা এসেছে। পারুলের মা রায়ানের খোঁজ করতে থাকেন। পারুল মিথ্যা কথা বলে যে রায়ানের এক বন্ধু গুরুতর অসুস্থ, তাই তাঁর সাথেই রায়ান হাসপাতাল থাকবে।
বসু বাড়িতে পারুলের জন্মদিন নিয়ে এত আয়োজন দেখে, পারুলের মা কৃতজ্ঞতা প্রকাশ করে ভগবানের কাছে। এদিকে রায়ানের মা আপত্তি জানান পারুলের জন্মদিন নিয়ে। রায়ানের বাবা স্পষ্ট জানিয়ে দেন, এবার থেকে প্রতি বছর পারুলের জন্মদিন পালন হবে ধুমধাম করে। বাড়ি ফিরে আসা নিয়ে জানতে রায়ানকে পারুল ফোন করতেই, রায়ানের হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় শিরীন।

রায়ানকে স্পষ্ট জানিয়ে দেয় শিরীন, যে এখানে থাকতে পারুলের সাথে কোনও যোগাযোগ রাখা যাবে না! নিজের সব শখ-আহ্লাদ মেটাতে শিরীন রায়ানের জোর করতে থাকে, আর বারণ করলেই আত্মহত্যা করার ধমকি দেয়। এদিকে পারুল যে আলাদা ঘরে থাকে এই কথা তার মা জানলে আঘাত পাবে, তাই পিসিমণি রায়ানের রুমেই পারুলকে থাকতে বলেন। পারুল রায়ানকে আবারও ফোন করে।
রায়ান ফোন ধরতেই, এবার সে জানিয়ে দেয় কাল তাঁর জন্মদিন। রায়ান উত্তেজিত হয়ে পারুলকে কথা দেয়, যেভাবেই হোক সে পারুলের জন্মদিনে বসু বাড়িতে যাবে। কিন্তু শিরীন যা যা করছে, সেই সবকিছু পারুলকে বলার আগেই শিরীন হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে জানিয়ে দেয় শুধু পারুলের জন্মদিন কেন, আগামী তিনদিন সে কোথাও যেতে পারবে না! এইবার আর চুপ করে থাকতে পারে না রায়ান।
স্পষ্ট করে জানিয়ে দেয় তাঁর ওপর যে অধিকার ফলাচ্ছে শিরীন, সেটা শুধুই পারুলের। রায়ান শিরীনকে মনে করিয়ে দেয়, যে পারুলের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক এখনও আছে। সেই জন্য স্ত্রী হিসেবে একটা দায়বদ্ধতা আছে তাঁর পারুলের প্রতি। আর যাই হোক না কেন, তার এই বিশেষ দিনে রায়ান অবশ্যই পাশে থাকবে পারুলের। এমনটা শুনে আরও ক্ষিপ্ত হয়ে শিরীন।
আরও পড়ুনঃ “পড়াশোনা আর অভিনয় একসঙ্গে সামলে দিতিপ্রিয়া নজির গড়েছে” — অনস্ক্রিন নায়িকার প্রশংসায় পঞ্চমুখ জিতু কমল
এরপর দেখা যায় শিরীনের থেকে লুকিয়ে রায়ান পারুলের সঙ্গে দেখা করতে আসে, পারুলকে সবকিছু জানায় যে কিভাবে শিরীন তাঁকে হাতের পুতুল করে রেখেছে। পারুল কথা দেয়, যে ভাবেই হোক রায়ানকে সে মুক্ত করবেই। পারুল প্রতিজ্ঞা করে যে তার জন্মদিনের কেক সে শুধু রায়ানের সঙ্গেই কাটবে। কি করে ফিরিয়ে আনবে পারুল রায়ানকে? শিরীন এর পরবর্তী চাল কি হতে চলেছে? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।