টেলিভিশন পর্দায় সম্প্রচারিত ধারাবাহিকগুলি সর্বদাই একে অপরের সঙ্গে লড়ে চলেছে। আর সেই লড়াইয়ের ফলাফল দেখা যায় টিআরপি (TRP) তালিকায়। স্টার জলসা এবং জি বাংলা এই দুটি চ্যানেলের ধারাবাহিকের প্রতি দর্শকের আকর্ষণ বেশি। তবে পিছিয়ে নেই সান বাংলা, আকাশ আট, কিংবা কালার্স বাংলা। সাপ্তাহিক টিআরপি তালিকায়কে সেরার সেরা মুকুট পড়ল
সেটাই দেখে নিন।
বৃহস্পতিবার আসলেই টিআরপি তালিকা প্রকাশ হয়। আর তাই চিন্তার আবহ থাকে নির্মাতা এবং কলাকুশলীদের মধ্যে। তবে এবারের টিআরপি কি বলছে? কে এগিয়ে, কে পিছিয়ে? সামনে এলো তালিকা। টিআরপি তালিকায় দেখা যাচ্ছে জি বাংলার ঝড়ে উড়ে গেল জলসা। শীর্ষ আসনে জি বাংলার ফুলকি।
চলতি সপ্তাহে টিআরপির পঞ্চম স্থানে রয়েছে উড়ান, রোশনাই ও শুভ বিবাহ। প্রাপ্ত নম্বর ৫.৪। নম্বরের সঙ্গে চতুর্থস্থানে রয়েছে জগদ্ধাত্রী। প্রাপ্ত নম্বর ৬.২। তৃতীয়স্থানে রয়েছে নিম ফুলের মধু। টিআরপিতে এবারের ফলাফল ৬.৪। দ্বিতীয়স্থানে রয়েছে গীতা এলএলবি, কথা। প্রাপ্ত নম্বর ৬.৫ নম্বরের জন্য দ্বিতীয় স্থানাধিকারী হয়েছে এই মেগা। আর সক্কল ধারাবাহিককে টেক্কা দিয়ে পয়লা স্থান ফুলকির দখলে। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৭.২।
দেখুন টিআরপি-তে সেরা পাঁচের তালিকা-
প্রথম: ফুলকি ৭.২
দ্বিতীয়: গীতা এলএলবি, কথা ৬.৫
তৃতীয়: নিম ফুলের মধু ৬.৪
চতুর্থ: জগদ্ধাত্রী ৬.২
পঞ্চম: উড়ান, রোশনাই, শুভ বিবাহ ৫.৪