লক্ষ্মীবারে বাংলা ধারাবাহিকের লক্ষীলাভের দিন। না না অর্থ আগমনের নয়, প্রবল চাপের মুখে টিকে থাকার। আসলে বৃহস্পতিবার টিআরপি প্রকাশের দিন। আর যথারীতি অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে এসেছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) । আসলে আজকের দিনেই প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকের টিআরপি। কোন ধারাবাহিক কত নম্বর পেল দেখতে হবে বৈকি!
বলাই বাহুল্য, বর্তমান বাংলা ধারাবাহিকগুলির ভাগ্য ঝুলে থাকে ওই টিআরপির উপর। ভালো গল্প, ভালো অভিনেতা-অভিনেত্রী কোনও কিছুই আর মূল্যবান নয়। আর যে কারণেই ভালো গল্প হওয়া সত্ত্বেও শুধুমাত্র টিআরপি কম থাকার কারণে বন্ধের মুখে একাধিক বাংলা ধারাবাহিক। সম্প্রতি বন্ধ হয়েছে তোমাদের রানী, কে প্রথম কাছে এসেছি। এর মধ্যে সবথেকে অল্প সময়ে বন্ধ হয়েছে কে প্রথম কাছে এসেছি।
উল্লেখ্য, বাংলা ধারাবাহিকের অগুণিত দর্শক অপেক্ষা করে থাকেন এই টিআরপি তালিকার জন্য। আসলে টিআরপি কম থাকা মানেই যে বিদায়। তাই প্রিয় ধারাবাহিক কোন স্থান পেয়েছে সেটা দেখার আগ্রহ দর্শকদের মধ্যে ভীষণ রকম ভাবে থাকে। প্রত্যেক সপ্তাহেই আন্দাজ করা যায় কোন ধারাবাহিক টিআরপি তালিকায় কি রকম ফল করতে পারে। তবে কিছু কিছু সপ্তাহ ব্যতিক্রমও হয়।
আরও পড়ুন: পায়ে পায়ে পঁচিশে পা জি বাংলার! সিলভার জুবিলি উপলক্ষে আসতে চলেছে বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠান মিস করা যাবে না
যেমন সাম্প্রতিক সময়ে ফের একবার শীর্ষস্থান দখলে রেখেছে স্টার জলসা। এই চ্যানেলের একাধিক ধারাবাহিক প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। যদিও কিছুদিন আগে পর্যন্ত বিষয়টা অন্যরকম ছিল। জি বাংলার কাছে গো হারান হার ছিল জলসা। কিন্তু এবার পাশা উল্টেছে। টিআরপিতে আবার দাপট দেখাচ্ছে স্টার জলসা। চলতি সপ্তাহে টিআরপি টপার গীতা এলএলবি। দ্বিতীয় স্থানে ফুলকি। তৃতীয় স্থানে নিম ফুলের মধু। চতুর্থ স্থানে যুগ্ম ভাবে কথা, উড়ান। পঞ্চম স্থানে উঠে এসেছে কোন গোপনে মন ভেসেছে।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা
BT •• গীতা LLB 7.3
2nd •• ফুলকি 7.1
3rd •• নিম ফুলের মধু 6.9
4th •• কথা, উড়ান 6.8
5th •• কোন গোপনে 6.4