জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মিঠাইতে আসছে নতুন চরিত্র! মা ধারাবাহিকের ফুলকি এবার নতুন সাজে, রোজ দেখতেই হবে মিঠাই

বাংলা ধারাবাহিকের চরিত্রগুলি মানুষের মনে থেকে যায়। সেখান থেকেই তারা তারকা হয়ে ওঠে। মিঠাই ধারাবাহিকের চরিত্রগুলো এমনই। মুখ্য চরিত্র ছাড়াও পার্শ্ব চরিত্রে আরো অভিনয় করছেন তাঁরা প্রত্যেকেই খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে পেরেছে।

ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে মাঝে মাঝেই রূপ বদল ঘটে। এবার আবার আসছে নতুন একটি চরিত্র। বর্তমানে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা এখন তুঙ্গে টেলিভিশনের অনেকেই এই ধারাবাহিকে একবার হলেও মুখ দেখাতে চায়। এমনই এক নায়িকা হলেন ভাবনা ব্যানার্জি।

কড়িখেলা ধারাবাহিকে অভিনয় করেছে ভাবনা। তবে সবার আগে মা সিরিয়ালের ফুলকি চরিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই অভিনেত্রী। কিন্তু ওই বয়সেই খলনায়িকার চরিত্রে যেভাবে অভিনয় করে পর্দা কাঁপিয়ে দিয়েছিল তাতে সকলে বুঝে গিয়েছিল এই নায়িকার ভবিষ্যত উজ্জ্বল।

মাঝখানে ভাবনা আলোচনা এসেছিল অভিনেত্রী এবং বন্ধু পল্লবী দের মৃত্যুকে কেন্দ্র করে। মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিকের সঙ্গে ভাবনা সম্পর্ক রয়েছে বলে গুজব ছড়িয়ে যায়। পরবর্তীকালে যদিও সেই গুজব মিথ্যা প্রমাণিত হয়।

IMG 20220612 154615

কিছুক্ষণ আগে ভাবনা নিজের ইনস্টাগ্রামে মিঠাই এর ফ্যানপেজের ছবি পোস্ট করেছে। তা থেকেই জানা যায় যে ভাবনা ব্যানার্জি মিঠাইতে নতুন চরিত্রে আসতে চলেছে। অনেকের মতে আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করতে পারে ভাবনা। এই চরিত্রের সম্ভাব্য নাম ধারা। সমস্তটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই দর্শকদের অপেক্ষা কবে আগমন হবে ভাবনার।

Tolly Tales

                 

You cannot copy content of this page