জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আধ্যাত্মিক পটভূমির ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ শুরু হতেই আলোচনায় ‘গোরা’ চরিত্রে বিশ্বরূপ, প্রশংসায় পঞ্চমুখ দর্শক! পর্দার সংসারী মানুষটির বাস্তবে সম্পূর্ণ আলাদা জীবনযাপন, জানলে অবাক হবেন! আপনাদের কেমন লাগে তাঁর অভিনয়?

জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে ‘গোরা’ চরিত্রে দেখা মিলতেই আবার আলোচনার কেন্দ্রে অভিনেতা ‘বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়’ (Bishwarup Bandyopadhyay,)। দর্শকদের প্রতিক্রিয়া বলছে, সম্প্রচার শুরু হতেই তার অভিনয়ের প্রতি আগ্রহ যেন আরও বেড়ে গেছে। আধ্যাত্মিক পটভূমিতে নির্মিত এই গল্পে আধুনিকতার মোড়কে, শ্রী চৈতন্য এবং লক্ষ্মীপ্রিয়ার অধ্যায় ফুটে উঠছে। লেখকের সৃজনশীল ছোঁয়ায় আর সেই আবহেই পর্দার গোরাকে নিয়ে নানারকম আলোচনা চলছে নেটমাধ্যমে। অনেকেই বলছেন, স্ত্রী হারা চরিত্রের যন্ত্রণা এবং আবেগের প্রকাশ এতটাই সাবলীল যে কোনও দৃশ্য এড়িয়ে যেতে মন চাইছে না।

তবে বাস্তবের বিশ্বরূপ কিন্তু পর্দার চরিত্রের থেকে ঠিক উল্টো। নাটক এবং থিয়েটারের মঞ্চে শুরু হয়েছিল তাঁর পথচলা, সেখান থেকেই ধীরে ধীরে ছোট পর্দায় পা রাখা। ছোট পর্দায় তার প্রথম কাজ ছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু। এরপর জনপ্রিয়তা পেলেও ব্যক্তিগত জীবনে তিনি সংসারী রূপে নন, বরং নিজের মতো করে সংযত ভঙ্গিতে দিনযাপন করতে পছন্দ করেন। ক্যামেরার সামনে যে মানুষটির এত রঙে দেখা যায়, ক্যামেরার বাইরে তিনি ঠিক ততটাই শান্ত এবং বাস্তবতাবোধে স্থির।

প্রসঙ্গত, এক সময় জি বাংলার ‘গৌরী এল’ ধারাবাহিকে ‘ডক্টর ঈশান’ চরিত্রে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। সেই ধারাবাহিক শেষ হতেই, যখন দীর্ঘদিন তাকে দেখা গেল না। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো তাঁকে দেখা যাবে না আর। কিন্তু নতুন ধারাবাহিকে প্রত্যাবর্তন যেন আবার প্রমাণ করল, তাঁর অভিনয়ের জায়গাটা এখনো অটুট। টিআরপি বা স্লট বদলের অভিঘাত সত্ত্বেও এই গৌরী-ঈশানের পর্দার রসায়ন আজও অনেকের প্রিয়।

তবে শুধু অভিনয় নয়, আরও একটি পরিচয়ে মানুষ তাঁকে চিনতে শুরু করেছেন। নিজের সামর্থ্যে পুরুলিয়া এবং শিলিগুড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা এবং মানুষদের কর্মসংস্থানের সাহায্যে বহুদিন যুক্ত রয়েছেন তিনি। প্রথমদিকে প্রচার না করে চুপচাপ কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রয়োজন বাড়ায়, এখন প্রকাশ্যে এগিয়ে এসেছেন সাহায্যের আবেদনে। তবে প্রচারের জন্য নয়, বরং আরও মানুষকে পাশে পেতে। এখানেই তিনি যেন অনেক অভিনেতার থেকেই ব্যতিক্রমী!

তবে বলতেই হয়, পর্দার গোরা এবং বাস্তবের বিশ্বরূপের পার্থক্যটাই হয়তো তাঁকে আরও আকর্ষণীয় করে তোলে। চরিত্রে আবেগ, জীবনে সংযমের মেলবন্ধনই এখন তাকে নতুনভাবে আলোচনায় এনেছে। দর্শকদের কাছে তাঁর অভিনয় আর মানবিক ভাবনা, দুই-ই আজ সমান গুরুত্ব পাচ্ছে। তাই বলা যায়, এই মুহূর্তে ধারাবাহিকের জনপ্রিয়তার পাশাপাশি অভিনেতার ব্যক্তিত্বও সমান নজর কাড়ছে টেলিপাড়ায়। আপনাদের কেমন লাগে বিশ্বরূপের অভিনয়? জানাতে ভুলবেন না কিন্তু!

Piya Chanda

                 

You cannot copy content of this page