জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রতিদিন মিঠাই যে এত সুন্দর সুন্দর শাড়ি পরে সেগুলো সে কোথা থেকে কেনে জানেন? এখন চাইলে আপনিও মিঠাইয়ের সব শাড়ি কিনতে পারেন অল্প দামে, খোঁজ দিল মিঠাইরানী নিজেই!

চলতি সপ্তাহে মিঠাই ভক্তদের মন একটু খারাপ। কারণ অনেকদিন পর আবার প্রথম স্থান থেকে সোজা পঞ্চম স্থানে নেমে গেছে মিঠাই রানী। একটা কথা স্পষ্ট যে মানুষ এই ছেলে বনাম মেয়ের গল্প একদম পছন্দ করেনি। বিশেষ করে মোদক পরিবারের ছেলেমেয়েদের নিজেদের মধ্যে লড়াই একদম সহ্য করতে পারেনা সাধারণ মানুষ তাই এই গল্প লোককে বিরক্ত করেছে সেই জন্য টিআরপি কমে গেছে। এরকম ওঠা পড়া চলতেই থাকে। আবার ঠিক নিজের জায়গায় ফিরে আসবে মিঠাই রানী এটা নিয়ে আশাবাদী দর্শকরা।

আজ আপনাদের একটু অন্য বিষয় নিয়ে কথা বলা যাক। এতদিন তো আপনারা উচ্ছেবাবু সন্দেশ খেলেন, উচ্ছেবাবু মোমোও খেয়েছেন। এবার আপনাদেরকে মিঠাই শাড়ি পরার ব্যবস্থা করে দিলে কেমন হয়? মিঠাই যে শাড়িগুলো পরে সেগুলো নিশ্চয়ই মহিলা ভক্তদের খুব পছন্দ। হলুদ নীল সবুজ বিভিন্ন রকম খেসের শাড়ি এছাড়া তাঁত সিল্ক টাইপের শাড়ি পরে মিঠাই। আপনাদের অনেকের জানতে ইচ্ছা করে যে মিঠাই এই শাড়িগুলো পায় কোথা থেকে?

এবার মিঠাই রানী নিজেই জানিয়ে দিলেন যে তিনি সমস্ত শাড়ি কোথা থেকে চেনেন আর এ ব্যাপারে তাকে সাহায্য করেছে প্রিয়াঞ্জলী! হ্যাঁ রিকি দ্য রকস্টার এর গার্লফ্রেন্ড মিঠাইকে শাড়ি কিনতে সাহায্য করে। মিঠাইয়ের সমস্ত শাড়িগুলো কেনে একটা অনলাইন অ্যাপ থেকে।

সেই অ্যাপের নাম হলো মিশো। মিঠাই এই অ্যাপ থেকে নিজের সমস্ত শাড়ি কেনে তাও একদম স্বল্প মূল্যে‌।মিঠাই নিজেই জানিয়ে দিল সেই কথা। আর আপনারা যারা ইতিমধ্যে মিশো থেকে শাড়ি কেনেন তারা মনের মত মিশো হ্যাশট্যাগ দিয়ে নিজেদের শাড়ি কেনার গল্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ সেটা কী জানতে দেখুন এই ভিডিওটা।

Pabitra

                 

You cannot copy content of this page