বাংলা টেলিভিশনের এক পরিচিত নাম চাঁদনী সাহা। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতায় মন জয় করেছেন দর্শকদের। নায়িকা থেকে ভিলেন—দুটি চরিত্রেই দক্ষতার সঙ্গে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে বিগত কিছুদিন ধরেই ছোটপর্দা থেকে একটু দূরেই ছিলেন অভিনেত্রী। তাতেই অনেকেই ভেবেছিলেন, তবে কি তিনি এবার কাজ থেকে বিরতি নিয়েছেন?
যদিও সে জল্পনায় জল ঢেলে ফের টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন চাঁদনী। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। স্টার জলসার একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকটির নাম ‘রাঙামতি তীরন্দাজ’। কিন্তু এবার আর আগের মতো চেনা ছকে নয়, সম্পূর্ণ ভিন্ন এক অবতারে দেখা যাবে তাঁকে।
চাঁদনী নিজেই জানিয়েছেন, জীবনে এই প্রথমবার গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। নিজের নতুন লুক শেয়ার করে তিনি লেখেন, “প্রথমবারের মতো, আমি একজন গ্যাংস্টারের ভূমিকায় পা রাখছি — যা আমি আগে কখনও করিনি। এটি একটি নতুন চ্যালেঞ্জ, এবং এই চরিত্রের প্রতি ন্যায়বিচার করার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি।” তাঁর এই পোস্ট দেখে অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ। অনেকে ইতিমধ্যেই ধারাবাহিকটি দেখার অপেক্ষায় রয়েছেন।
ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ ইতিমধ্যেই স্টার জলসার দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। এই ধারাবাহিকে চাঁদনীর চরিত্রটি শুধু ভিন্ন নয়, বরং ধারাবাহিকের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। অভিনেত্রী নিজেও জানিয়েছেন, “টেন্ট সিনেমাকে আমার উপর বিশ্বাস রাখার জন্য এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। সাথে থাকুন এবং দেখতে থাকুন রঙমতি তীরন্দাজ — আপনার ভালোবাসা এবং সমর্থন সবকিছু!”
আরও পড়ুনঃ জীবনের সুর থেকে গেল মাঝপথেই, ৩৫ বছরের জনপ্রিয় সঙ্গীত শিল্পীর ম’র্মান্তিক পরিণতি! গান সেখানে যাচ্ছিলেন, ফিরলেন নি’থর দেহ হয়ে! শহরে বাসের দৌরাত্ম্যে জের, অপূরণীয় ক্ষ’তির সম্মুখীন হল বাংলা সঙ্গীতজগৎ!
এই নতুন চরিত্রের মাধ্যমে আবারও ছোটপর্দার কেন্দ্রে উঠে এলেন চাঁদনী সাহা। দর্শকরা যে তাঁর এই নতুন অবতারে ভিন্ন স্বাদ পাবেন, তা বলাই বাহুল্য। গ্যাংস্টার রূপে ঠিক কতটা জমাতে পারেন তিনি, সেটাই এখন দেখার। তবে দীর্ঘদিন পরে তাঁর এই ফিরে আসা নিঃসন্দেহে ছোটপর্দার দর্শকদের কাছে এক নতুন উপহার।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।