জি বাংলার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe) এমনিতেই অনেক দর্শকের কাছে চক্ষুশূল হয়ে উঠেছে। প্রথমত একাধিক বিয়ে, সম্পর্কে ভুল ব্যাখ্যা, ও নানান জটিলতা যা দর্শকদের অপ্রাসঙ্গিক ও বিতর্কিত মনে হয়েছে। এমনিতেই ধারাবাহিকের প্রধান চরিত্র অনিকেত এর একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে দর্শকদের ক্ষোভের শেষ নেই তার মধ্যে এখন নতুন এক সমস্যা দেখা দিয়েছে।
বেশিরভাগ দর্শকই এই ধারাবাহিক বন্ধের দাবি তুললেও এখনো কিছু অন্ধ ভক্ত রয়ে গেছে যারা নিয়মিত ধারাবাহিক দেখেন ও পছন্দ করেন। এবার তাদের চোখেই ধরা পড়লো এক অস্বাভাবিক ব্যাপার। এমনিতেই এই ধারাবাহিকে সপ্তাহে সপ্তাহে বিয়ে ছাড়া আর তেমন কিছুই দেখানো হয় না তার উপর গল্পের গুরুত্বপূর্ণ চরিত্ররা কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। এই রহস্যের সমাধান মিলছিল না কিছুতেই।
কিন্তু এবার দেখা গেল জি বাংলারই নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero) তে ভীড় জমিয়েছেন তাঁরা! এই নিয়ে দর্শকদের চরম অসন্তোষ প্রকাশ পেয়েছে আর চ্যানেল কর্তৃপক্ষকে নিয়েও শুরু হয়েছে সমালোচনা। দর্শকরা বলেছেন, প্রথমে গেল অনিকেতের বাবা, তারপর অনন্যা আর মন্দার, এবার প্রিয়াও? আর কে বাকি থাকলো তবে? সবাই তো লালবাড়ি ফাঁকা করে চলে গেল, শুধু অনিকেত আর শ্যামলী কেন আছে, বিয়ে বিয়ে খেলা কি এখনও শেষ হয়নি?
তাঁদের মতে এবার কোন গোপনের ঝাঁপ ফেলে, শ্যামলী আর অনিকেতও তো পারে তুই আমার হিরো তে ঢুকে পড়তে, এমনিতেই বউ বদলে, বড় বদলে অনেক বিয়ে দেখে ফেলেছন তাঁরা। ব্যঙ্গ করে দর্শকরা বলছেন, “এবার শ্যামলী আর অনিকেতকেও পাঠিয়ে দাও তারপর সবাই মিলে রিইউনিয়ন হোক তুই আমার হিরো তে!” তাঁরা আরও বলছেন, “শ্যামলী আর অনিকেতকেও ওখানে গেলেই ব্যাস!
আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর সামনে মুখ থুবড়ে পড়ল কথা-গীতা! নিজের জায়গা হারালো পরিণীতা! মান রাখছে পরশুরাম-রাঙামতি
তুই আমার হিরোতে তখন রুবেলের সঙ্গে আসল বউ শ্বেতা আর রঙিন প্রেমিক অনিকেতের সঙ্গে ঢঙ্গি আরশি জুটি বাঁধতে পারবে, কেমিস্ট্রি একেবারে জমে ক্ষীর!” কিছু দর্শক তো আবার ব্যঙ্গ করে এটাও বলছে, “দুটো ধারাবাহিককে একসাথে মিলিয়ে দিন, ‘কোন গোপনে তুই আমার হিরো’ রাখতে পারেন নামটা।” যে কোনও ধারাবাহিকে চরিত্রদের স্থায়ীত্ব বরাবরই বিতর্কিত কিন্তু কোন গোপনে মন ভেসেছে যেন নতুন করে এই বিতর্কের সৃষ্টি করেছে।