জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’ (Pilu) মনে আছে? লালমাটির গন্ধ, শিমুল পলাশের মেলা, আর পিলুর লোকসংগীত — সব মিলিয়ে একটা আবেগ ছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকে দেখা মিলেছিল এক নতুন প্রতিভার, অভিনেত্রী ‘মেঘা দাঁ’ (Megha Daw) এর অভিনয় জীবনের প্রথম কাজ ছিল পিলু।
বলাই বাহুল্য, প্রথম কাজ হলেও দর্শকমনে নিজের জায়গা ঠিক করে নিয়েছিলেন। এরপরে রাতারাতি দর্শকদের কাছে মেঘা নাম বদলে হয়ে যায় পিলু। মিষ্টি স্বভাবের এই অভিনেত্রীকে সবাই বেশ পছন্দ করেছিল। এরপর অবশ্য আর নায়িকা হিসেবে নয়, বরং খলনায়িকা হিসাবে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকে মন্ডবীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে।

সেখানেও বেশ প্রশংসিত হয়েছে তার অভিনয়। বর্তমানে আর তাকে ধারাবাহিককে দেখা যাচ্ছে না, আর এর থেকে বোঝা যাচ্ছে মেঘার চরিত্রটি শেষ হয়েছে। তবে টেলিপাড়ায় গুঞ্জন, মেঘা আবার ফিরছেন তাঁর পুরোনো জায়গায়। বেশ কিছুদিন ধরে দর্শকমহলের আর্জি ছিল মেঘা কি আবার নায়িকার চরিত্রে দেখার। সমাজ মাধ্যমে মেঘার জনপ্রিয়তা নেহাত কম নয়।

সেখানে প্রায়শই ভক্তরা অভিনেত্রীর পোস্টে কমেন্ট করেন নতুন ধারাবাহিকে তাকে দেখতে চান বলে। অভিনেত্রী ও বেশ কিছুদিন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে এবার দর্শকদের আর্জি মেনেই, সমাজ মাধ্যমে একটি ছবি শেয়ার করে লিখেন, “আবার ফিরছি নিজের পুরোনো জায়গায়।” আর এই নিয়ে দর্শকমহলের উত্তেজনা তুঙ্গে, মেঘার নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে ফিরছেন।
আরও পড়ুনঃ ‘কোন গোপনে’ থেকে একাধিক চরিত্রের বিদায়! ‘তুই আমার হিরো’তে গিয়ে ভিড় জমাচ্ছেন সবাই ! “শ্যামলী-অনিকেত বাকি কেন? ওদেরকেও পাঠিয়ে দিন! রুবেলের নায়ক হোক শ্বেতা চাইছেন দর্শকরা
তবে এই দিন ছবির সাথে অভিনয় তো স্পষ্ট করে জানিয়ে দিলেন কোন ধারাবাহিকে নয় বরং নিজের প্রিয় জায়গা, মানে ‘ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে একটি বিশেষ পর্বে দেখা যাবে তাকে সেখানে মেঘা নৃত্য পরিবেশন করবে। প্রসঙ্গত মেঘার টেলিভিশনের পর্দায় প্রথম আত্মপ্রকাশ ডান্স বাংলা ডান্সকে কেন্দ্র করেই। এদিন তাই নিজের প্রিয় জায়গায় ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী।