জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বৈশাখী উৎসব’-এ উপস্থিত নেই ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের জুটি! কেন অনুষ্ঠান থেকে বাদ পড়লো আর্য-অপর্ণা? তীব্র ক্ষোভ ভক্তদের

আজ ২রা মে, জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষদের কাছে একটা বিশেষ দিন। আজ জি বাংলায় পালিত হবে এক বিশেষ অনুষ্ঠান, নাম ‘বৈশাখী উৎসব’। নাচে-গানে-হইহুল্লোড়ে মেতে উঠেবে এই চ্যানেলের রিল জগতের জুটিরা। ইতিমধ্যেই, এই অনুষ্ঠানের প্রমো এসেছে সবার সামনে।

কিন্তু, এত আনন্দের মাঝে দর্শকদের একাংশের মুখ ভার। কিন্তু, কেন? এই বৈশাখী উৎসবে সকল ধারাবাহিকের নায়ক-নায়িকাদের দেখা গেলেও, দেখা যাবে না অপর্ণা-আর্যকে। এই খবরে মন খারাপ বহু ধারাবাহিক প্রেমীদের।

বলাই বাহুল্য, জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ধীরে ধীরে দর্শকের মন জয় করে নিয়েছে। গল্পের নানা মোরে জমজমাট হয়ে উঠেছে এখন এই সিরিয়াল। তবে, কোন কারণে দিতিপ্রিয়া-জিতু বাদ পড়লো এই অনুষ্ঠান থেকে?

খোঁজ নিয়ে জানা গেছে, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নাকি কোনো পর্বই তাঁদের প্রোডাকশানের ব্যাঙ্কিং নেই। শুট হওয়ার পরের দিনই হচ্ছে টেলিকাস্ট। তাই, ধারাবাহিকের নায়ক-নায়িকা আলাদা করে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেনি আর্য-অপু।

প্রসঙ্গত বহুদিন পর, সাড়ে ৬টার স্লট বেশ হিট হয়েছে দর্শকদের কাছে। অবশ্যই দিতিপ্রিয়ার ইচ্ছাতেই ছটার বদলে সাড়ে ছটা স্লট নিয়েছে এই ধারাবাহিক। এখন অনেক দর্শকদের মনে একটাই প্রশ্ন, ধীরে ধীরে জমজমাট হয়ে ওঠা অল্পে আর্য কি আদৌ সকলের সামনে মনের কথা বলে উঠতে পারবে অপুকে?

Piya Chanda

                 

You cannot copy content of this page