জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারুণ প্রতিশোধ! মিশকাকে থা প্পড় মারতেই জগদ্ধাত্রীকে টপকে আবার টিআরপি টপার অনুরাগের ছোঁয়া! কোথায় ফুলকিসহ বাকিরা?

বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে যে জিনিসটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হল টিআরপি তালিকা (TRP list)। প্রত্যেক বৃহস্পতিবার এই টিআরপি তালিকা প্রকাশিত হলেও মাঝেসাঝে এক-আধ দিনের অন্তর হয়। এই যেমন গত সপ্তাহে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার প্রকাশিত হয়েছিল টিআরপি তালিকা।

আর সেইটি টিআরপি তালিকা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল ধারাবাহিকের দুনিয়ায়। ঘটে গিয়েছিল বড় অঘটন। স্টার জলসার সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক তথা টিআরপি তালিকায় দীর্ঘদিন ব্যাপী রাজত্ব করা অনুরাগের ছোঁয়ার (Anurager Chhowa) একঘেয়ে গল্প দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছিল দর্শকরা। আর যার ফলে গত সপ্তাহে নিজেদের শীর্ষস্থান থেকে ছিটকে পড়ে এই ধারাবাহিকটি। শীর্ষস্থান দখল করে নেয় জি বাংলার জগদ্ধাত্রী (Jagadhatri)। নিঃসন্দেহে গত সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট বড় চমক ছিল এই ঘটনাটি।

তবে এই সপ্তাহে মধুর প্রতিশোধ নিল অনুরাগের ছোঁয়া। ‌ আবারও টিআরপি তালিকার শীর্ষস্থানে ফিরে এলো স্টার জলসার এই ধারাবাহিকটি। ৮.২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলা টেলিভিশনের মাথায় রয়েছে এই ধারাবাহিকটি। ‌ মাত্র এক পয়েন্টের পার্থক্যে নিচে নেমে গেছে জি বাংলার মারকাটারি ধারাবাহিক জগদ্ধাত্রী। যদিও এই দুই ধারাবাহিকের মধ্যে দীর্ঘদিন ধরে টক্কর চলছে। আজ কেউ এগিয়ে যাচ্ছে তো পরের দিন কেউ পিছিয়ে পড়ছে।

এই দুজনের স্থান পরিবর্তন ছাড়া বিশেষ কিছু পরিবর্তিত হয়নি চলতি সপ্তাহের টিআরপি তালিকায়। এই সপ্তাহেও প্রথম পাঁচে রয়েছে জি বাংলার তিনটি ধারাবাহিক যথাক্রমে জগদ্ধাত্রী, ফুলকি ও রাঙা ব‌উ। অন্যদিকে জলসার দুটি ধারাবাহিক এই মুহূর্তে জায়গা করে নিতে পেরেছে প্রথম পাঁচে। শীর্ষস্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া আর পঞ্চম স্থানে রয়েছে অভিনেত্রী অন্বেষা হাজরার ধারাবাহিক সন্ধ্যাতারা।‌ যদিও দর্শকদের ভালোবাসায় আপাতত প্রথম পাঁচের তালিকায় দাপট দেখাচ্ছে জি বাংলা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.২
২য় •• জগদ্ধাত্রী ৮.১
৩য় •• ফুলকি ৭.৬
৪র্থ •• রাঙা বউ ৭.২
৫ম •• সন্ধ্যাতারা ৬.৯

Titli Bhattacharya