জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ২০০ পর্বের সেলিব্রেশনে দেখা গেল না নায়ক জিতু কমলকে! ‘নায়ক কে বাদ দিয়ে উদযাপন কেমন ভাবে সম্ভব?’-দাবি দর্শকদের! প্রশ্নের মুখে জি বাংলা এবং প্রযোজনা সংস্থা!

টেলিভিশনের জনপ্রিয় দুনিয়ায় যখনই কোনও ধারাবাহিক বড় মাইলফলক পায়, দর্শকদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে যদি সেটা হয় তাদের প্রিয় ধারাবাহিক, তবে সেই উদযাপনের ঝলক দেখতে চায় সকলে। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’ সেই বিশেষ মুহূর্তেই পৌঁছল। ২০০ পর্ব পূর্ণ হওয়ার আনন্দে সেটজুড়ে ছিল পুজোর আবহ, কেক কাটা আর উৎসবের আমেজ।

এই বিশেষ মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেন অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি। তিনি এই সিরিয়ালে অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের মা’র চরিত্রে অভিনয় করছেন। পোস্টে দেখা যায় ঢাক বাজানো, কেক কাটা আর উৎসবমুখর শুটিং ফ্লোর। প্রায় সব জনপ্রিয় চরিত্রকেই দেখা গিয়েছে সেলিব্রেশনে, কিন্তু সবার নজর কেড়েছে একটাই অনুপস্থিতি—ধারাবাহিকের নায়ক জিতু কমল কোথায়?

সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে তাই তোলপাড় পড়ে যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে লিখেছেন—“নায়ককে বাদ দিয়ে উদযাপন কেমন করে সম্ভব?” কেউ কেউ আবার জি বাংলা এবং প্রযোজনা সংস্থা এসভিএফকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, তাদের অভিযোগ, দর্শকরা মূলত জিতু কমলের অভিনয়ের জন্যই সিরিয়ালটি দেখেন, অথচ সেই নায়ককে ছাড়া কেক কাটা যেন মেনে নেওয়া যায় না।

কিছু দর্শক আবার মনে করিয়ে দেন, এর আগেও সিরিয়ালের অভিনেত্রীর সঙ্গে জিতু কমলের ঝামেলা হয়েছিল। তাই ২০০ পর্বের সেলিব্রেশনে তার অনুপস্থিতি দেখে গুঞ্জন আরও জোরালো হয়—তাহলে কি সেই পুরনো মনোমালিন্য এখনো কাটেনি? এমন মন্তব্যে তর্ক-বিতর্ক আরও বেড়ে যায়।

এই পরিস্থিতিতে চুপ থাকেননি সুচন্দ্রা ব্যানার্জি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও রাগ-অভিমান বা দ্বন্দ্বের কারণে নয়, শুটিং শিডিউলের চাপেই উপস্থিত থাকতে পারেননি জিতু কমল। তার ভাষায়, “আমাদের সবার প্রিয় আর্য স্যার অনেক আগেই প্যাকআপ করে নিয়েছিলেন। পুজোর আগে শুটিংয়ের মারাত্মক প্রেসার চলে, তাই কেক কাটা হয়েছিল রাতে, শুটিং শেষ হওয়ার পর। ফলে অনেকেই সশরীরে ছিলেন না, কিন্তু মনে মনে সবাই যুক্ত ছিলেন।”

শেষে তিনি দর্শকদের উদ্দেশে বার্তা দেন—অভিমান নয়, ভালোবাসা ছড়ান। কারণ, ধারাবাহিকের নায়ক আর্য মানেই ভালোবাসার মানুষ। অর্থাৎ, নায়কের অনুপস্থিতি নিয়ে যত গুঞ্জনই উঠুক, আসল কারণ শুধুই কাজের ব্যস্ততা, আর সেটাই পরিষ্কার করে দিলেন অভিনেত্রী নিজে।

Piya Chanda

                 

You cannot copy content of this page