বিনোদন জগতে প্রতিনিয়ত নতুন মুখ আসছে, আবার পুরনো চেনা মুখেরা হারিয়েও যাচ্ছেন। তাঁদের মধ্যে কেউ কেউ আবার জনপ্রিয় জুটি ভেঙে নতুন জুটিতে ফিরে আসছে। ঠিক তেমনই দুই জনপ্রিয় মুখ ‘রণজয় বিষ্ণু’ (Ranojoy Bishnu) এবং ‘তিতিক্ষা দাস’কে (Titiksha Das) এবার একসঙ্গে দেখা যাবে স্টার জলসার নতুন ধারাবাহিকে (Star Jalsha New Serial)। এই নতুন ধারাবাহিকটি নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে।
কী সেই ধারাবাহিকের নাম, কবে থেকে শুরু হবে সম্প্রচার? প্রসঙ্গত, তিতিক্ষার কেরিয়ারের শুরুটা যেমনই হোক না কেন, এখন তিনি ছোটপর্দার এক পরিচিত মুখ। এক সময় ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে তাঁর যাত্রা শুরু হলেও, আজ তিনি নিজেই বড় ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র। ‘ইচ্ছে পুতুল’-এর মেঘ চরিত্র হোক কিংবা ‘দুই শালিক’-এর আঁখি-প্রতিটা চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রেই সমান স্বচ্ছন্দ তিতিক্ষা, শুধুই ধারাবাহিকে সীমাবদ্ধ থাকেননি। ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর উপস্থিতি যথেষ্ট উল্লেখযোগ্য। ‘গভীর জলের মাছ’ এবং ‘কাবেরী’-র মতো সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা গেছে। অন্যদিকে, রণজয় বিষ্ণু নামটা এখন আর নতুন নয় বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে। ‘গুড্ডি’-র অনুজ চরিত্রে তাঁর আত্মপ্রকাশ তাঁকে পৌঁছে দেয় ঘরে ঘরে।
এরপর ‘কোন গোপনে মন ভেসেছে’-তে অনিকেত চরিত্রেও তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকমহলে। চরিত্রের গভীরতা এবং নিখুঁত আবেগ ফুটিয়ে তোলার ক্ষমতার জন্যই রণজয় আজ টেলিভিশনের অন্যতম নির্ভরযোগ্য মুখ। এবার নতুন ধারাবাহিকে রণজয় ও তিতিক্ষার জুটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে। জানা গেছে, পুজোর পর শুরু হবে শুটিং। খুব তাড়াতাড়ি আসতে পারে প্রোমো।
আরও পড়ুনঃ দশভূজা রাউন্ডে দুর্গা রূপে তাক লাগাল পারুল! ফাইনালে পৌঁছেই পারুলকে হারানোর ফন্দি আঁটছে মৌসুমী-শিরীন! পারুলের জয়ের পথে অশনি সংকেত, রায়ানের বাবার আগমনে কেঁপে উঠল মৌসুমী!
গল্পে দেখা যাবে পাহাড়ি অঞ্চলের এক মেয়ের সঙ্গে শহুরে ব্যবসায়ীর সম্পর্কের জটিলতা। যদিও ধারাবাহিকটির নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে, দু’জনেই কেরিয়ারে ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। চরিত্রগুলো কীভাবে ফুটে উঠবে, গল্প কোন দিকে মোড় নেবে, জানার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। আপনারা কতটা উৎসাহী এই নতুন জুটি নিয়ে?