জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অভিমানে ভেঙে এবার কি সম্পর্ক জোড়া লাগবে? পার্টিতে মুখোমুখি আর্য-অপু, রোম্যান্সের নতুন মোড় ‘চিরদিনই তুমি যে আমার’ – এ!

টেলিভিশনের পর্দায় এখন জনপ্রিয় ধারাবাহিকের নাম—‘চিরদিনই তুমি যে আমার’। অসমবয়সী প্রেমের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকের প্রতি দর্শকের আগ্রহ ক্রমশ তুঙ্গে। প্রেম যে বয়স মানে না, তা যেন আরও একবার প্রমাণ করে দিচ্ছে আর্য-অপুর জুটি। নেটিজেনদের মধ্যে এই ধারাবাহিক নিয়ে উত্তেজনার ঝড় উঠেছে। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে দিতিপ্রিয়া আর জিতুর রসায়ন।

গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছে আর্য-অপুর একের পর এক রোম্যান্টিক মুহূর্তের ছবি। এসভিএফের (SVF) তরফে প্রকাশিত সেই ছবিগুলি দেখে অনেকেই ভাবছেন—তবে কি অবশেষে অপর্ণার অভিমান ভাঙাতে চলেছেন আর্য? ছবিতে দেখা যাচ্ছে, অপর্ণার হাতে গোলাপ তুলে দিচ্ছে আর্য। সেই মুহূর্ত দেখে অনেকেই ধরে নিচ্ছেন, এবার বুঝি নিজের মনের কথা জানাতে চলেছে আর্য। যদিও অনেক দর্শকের সন্দেহ, এটি শুধুই একটি স্বপ্নের দৃশ্য।

Chirodini Tumi Je Amar, Ditipriya Roy, Jeetu Kamal, Tonni Laha Roy, Avrajit Chakraborty, Arka Jyoti Paul Chaudhury, Zee Bangla, Arya-Aparna, Bengali Serial, Chirodini Tumi Je Amar Today Episode, New Episode, চিরদিনই তুমি যে আমার, দিতিপ্রিয়া রায়, জিতু কামাল, তন্বী লাহা রায়, অভ্রজিৎ চক্রবর্তী, অর্কজ্যোতি পাল চৌধুরী, জি বাংলা, আর্য-অপু, বাংলা সিরিয়াল, চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব, নতুন পর্ব

ধারাবাহিকের গত পর্বে দেখা যায়, মীরা মা মারা যাওয়ার পরই নতুন মোড় নেয় গল্প। সেই সুযোগ নেয় মানসী আর কিঙ্কর। মৃত্যুর আগে মীরা আর্যকে অপর্ণার দায়িত্ব নেওয়ার কথা বলে। ঠিক সেই সময়ই সেখানে পৌঁছায় অপর্ণা। পরিস্থিতি বুঝে ওঠার আগেই অপর্ণা ভুল বোঝে আর্যকে এবং সেই জায়গা ছেড়ে চলে যায়। শুরু হয় নতুন ভুল বোঝাবুঝি।

আজকের এপিসোডের প্রিক্যাপে যা দেখা গিয়েছে, অপর্ণার সফলতার জন্য তার বাবা-মা বাড়িতে একটি পার্টির আয়োজন করেন। আর সেখানেই বিশেষ অতিথি হিসাবে হাজির হয় আর্য। এই পার্টিতেই কি হবে সেই বহু প্রতীক্ষিত মুখোমুখি মুহূর্ত? আর্য কি পারবে অপর্ণার অভিমান ভাঙাতে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।

এসভিএফের তরফে প্রকাশিত ছবিগুলি দর্শকদের আশা আরও বাড়িয়ে তুলেছে। তবে গল্পে কোন দিক ঘোরাতে চলেছেন নির্মাতারা, তা নিয়েই এখন জল্পনার পারদ চড়ছে। নেটিজেনদের অনেকেই বলছেন, এ দৃশ্য হয়তো আর্যর স্বপ্ন! তবে সত্যি কি? উত্তর মিলবে আজ রাতের এপিসোডেই। ‘চিরদিনই তুমি যে আমার’-এর প্রতি দর্শকদের আবেগ এখন তুঙ্গে। অপেক্ষায় সকলে—অপর্ণা কি আর্যর ভালোবাসা গ্রহণ করবে?

Piya Chanda