জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দায় শ্যামলী গর্ভবতী, বাস্তবেও কি মা হতে চলেছেন শ্বেতা? শ্বেতার মুখে লাজুক হাসি, তবে কি বাস্তবেও আসছে সুখবর?

টলিপাড়ার জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস—এই নাম দুটি শুনলেই অনেক অনুরাগীর চোখে ভেসে ওঠে এক স্বপ্নময় জুটির ছবি। অভিনয় জগতে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনি বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক ঘিরে আগ্রহের শেষ নেই দর্শকমহলে। একসঙ্গে জীবনের পথচলা শুরু করার প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে এই তারকা দম্পতির। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতার লাজুক জবাব আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে এই জুটিকে।

‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে বর্তমানে শ্যামলী চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। চরিত্রটি এই মুহূর্তে গর্ভবতী। আর সেখান থেকেই উঠেছে এক মজার প্রশ্ন—এই ঘটনা কি শুধুই পর্দায় সীমাবদ্ধ, নাকি বাস্তবেও এমন কোনও খবর আসতে চলেছে? এক সংবাদমাধ্যমের তরফে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রথমে একটু থমকে যান শ্বেতা। তাঁর মুখে ফুটে ওঠে এক লাজুক হাসি। এমন অভিব্যক্তি দেখে জল্পনা আরও তীব্র হয়েছে।

সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘যখন সময় হবে, আমি চাই মেয়েই হোক।’ তিনি আরও বলেন, ‘কন্যা সন্তানের স্বপ্ন আমি অনেকদিন ধরেই দেখি।’ যদিও তিনি স্পষ্ট করে বলেননি যে এখনই কোনও সুখবর রয়েছে, তবুও তাঁর চোখেমুখে যে উচ্ছ্বাস ধরা পড়েছে, তাতে দর্শকদের মধ্যে এক অন্যরকম উত্তেজনা তৈরি হয়েছে। শ্বেতার এই কথাতেই যেন নেটদুনিয়া জুড়ে শুরু হয়েছে নানা জল্পনা—তবে কি মা হতে চলেছেন অভিনেত্রী?

তবে শ্বেতা আপাতত ব্যস্ত নিজের কাজ নিয়ে। শ্যামলী চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে বেশ প্রশংসা পাচ্ছে। অন্যদিকে রুবেলও ব্যস্ত ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে শাক্যজিৎ এর চরিত্রে। দুই তারকা আলাদা আলাদা ধারাবাহিকে অভিনয় করলেও তাঁদের ব্যক্তিগত জীবনের রসায়ন ভক্তদের কাছে বরাবরই কৌতূহলের বিষয়।

এই মুহূর্তে শ্বেতা কোনও বিষয় স্পষ্ট না করলেও, অনুরাগীরা অপেক্ষায় আছেন। বাস্তবেও কি শ্যামলীর জীবনের মতোই আসতে চলেছে এক নতুন অধ্যায়? সময়ই দেবে তার উত্তর। তবে অভিনেত্রীর সাম্প্রতিক মন্তব্য ও অভিব্যক্তি ইতিমধ্যেই নেটপাড়ায় বাড়িয়ে তুলেছে উত্তেজনার পারদ।

Piya Chanda

                 

You cannot copy content of this page