Connect with us

Bangla Serial

Mithai-Urmi: আবার ছোট দাদু চলে গেল এই পথ ছেড়ে, এবার মিঠাইতে দেখা যাবে ছোট দাদুকে? ভাইরাল হল ছোটদাদু-মিঠাইয়ের ভিডিও

Published

on

CHoto Dadu In mIthai

মিঠাই হল সবথেকে জনপ্রিয় ধারাবাহিক বর্তমান দিনে। হ্যাঁ তবে এই কথা বলা যায় যে আবার প্রমো দেওয়া বন্ধ করে দিয়েছে জি বাংলা তাই মিঠাই একটু নেমে গেছে তার জায়গা থেকে কিন্তু প্রথম পাঁচ থেকে কোনদিনও বের হয়নি কিন্তু। শোনা যাচ্ছে চলতি সপ্তাহে আসতে চলেছে নতুন প্রমো তাও সেটা মনোহরা ফিরে পাওয়া নিয়ে। তাই পরের সপ্তাহে টিআরপি যে আবার বাড়বে কথা বুঝতেই পারছেন ভক্তরা।

কিন্তু এবার শোনা গেল যে আমাদের এই পথ যদি না শেষ হয় থেকে ছোট দাদু আবার চলে গেছে। কয়েক মাস আগে ছোট দাদু আর ছোট ঠাম্মি যখন ছিল না ধারাবাহিক তখন ধারাবাহিকের টিআরপি অনেক কম হয়ে গেছিল আর বারবার দর্শকরা প্রতিবাদ করছিলেন যে কোনো রকম কারণ ছাড়া এদের দুজনকে সরিয়ে দেওয়া হল কেন? অন্যদিকে, ছোট দাদু অর্থাৎ ফাল্গুনী চ্যাটার্জি বলেছিলেন যে তিনি নিজেও জানেন না কেন তাকে আর ডাকা হচ্ছে না শুটিংয়ে।

দর্শকদের বিচারে বাংলার সেরা ধারাবাহিক, অনন্য সম্মান পেল এই পথ যদি না শেষ হয়

তারপরে তাদের দুজনকে আবার ফিরিয়ে আনা হয় এবং তারপরেই ধারাবাহিক আবার নিজের ছন্দ ফিরে পায়। কিন্তু এখন আবার সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে যে ছোট দাদু আবার ধারাবাহিক ছেড়ে চলে গেছে। এবার তাকে নাকি মিঠাই ধারাবাহিকে দেখা যাবে।

সত্যি কি এরকমটা হবে নাকি? মিঠাই তে আবার কোন চরিত্র হয়ে আসছেন ফাল্গুনী চ্যাটার্জী? তবে কি দাদাই হিসেবে বিশ্বনাথকে বদলে দেওয়া হবে?তা যদি না হয় তবে কোন চরিত্র হিসেবে নিয়ে আসা হবে ছোট দাদুকে?

আরে, এত চিন্তা করবেন না। এসব কিচ্ছু হবে না। একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সেই দৃশ্যটা আপনারা গতকাল মিঠাইতেও দেখেছেন।উচ্ছে বাবু যখন মিঠাই কে খাইয়ে দিচ্ছিল বেঞ্চে বসে তখন পেছন দিয়ে ছোট দাদু হেঁটে চলে যাচ্ছে। তার মানে কিন্তু মিঠাইতে ছোট দাদু আসেননি।আসলে ভারত লক্ষ্মী স্টুডিওর ভেতরে শুটিং হচ্ছিল তো আর মিঠাই যে সেটে‌ শুটিং করে তার পাশের সেটেই হয় এই পথ যদি না শেষ হয় এর শুটিং। ছোট দাদু সেই সময় নিজের শুটিং সেটেই যাচ্ছিলেন আর মিঠাইয়ের সীন শুটিং করার সময় ক্যামেরায় সেটা ধরা পড়ে গেছে।