জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Raj Subhashree: রিল ভিডিও করার সময় বাংলা ভুলে যান আর উপার্জনের বেলায় বাংলা? দু বছরের ছেলের সাথে ইংলিশে কথা কেনো? ছেলের জন্মদিনেও চরম কটাক্ষের শিকার শুভশ্রী

টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে শুভশ্রী গাঙ্গুলীও যে পড়েন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এখন তিনি নায়িকা হওয়ার পাশাপাশি পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী এবং ইউভান চক্রবর্তীর মা। ছোট থেকেই ইন্টারনেটে ইউভান নিজস্ব জগৎ তৈরি করে ফেলেছে।

এখন বয়স মাত্র দুই বছর তবু এর মধ্যেই তার অনুরাধা সংখ্যা দেখলে যে কোন সেলিব্রেটি চমকে যেতে পারেন। এমনকি মা-বাবার সঙ্গে ভিডিওতে এই ছোট্ট ছেলেটি থাকলে তার দুষ্টু মিষ্টি স্বভাব এবং আচরণ নজর কেড়ে নেয় দর্শকদের। এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় তারকা হয়ে উঠেছে এই ছোট্ট ছেলেটি।

তবে এদিকে ইউভান চক্রবর্তীর মাম্মা শুভশ্রী গাঙ্গুলীর কপাল খারাপ যাচ্ছে। একদিকে যবে থেকে দর্শকরা জানতে পেরেছে জি বাংলা এবার মহালয়ায় দুর্গা হিসেবে আবির্ভূত হতে চলেছেন এই অভিনেত্রী তবে থেকে তাঁর কপালে জুটেছে অজস্র কটাক্ষ এবং নেতিবাচক উক্তি। তার উপরে ছেলের জন্মদিনের দিনও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা রক্ষা দিল না তাঁকে।

আর এর সম্পূর্ণ কারণ হলো একটি ভিডিও। ছেলের জন্মদিন সেলিব্রেট করতে পরিবারকে নিয়ে শুভশ্রী চলে গিয়েছেন পাহাড়ে। সেখানে ছেলেকে উঁচু থেকে পাহাড়, গরু চেনাচ্ছেন, দেখাচ্ছেন তিনি। ছেলের সঙ্গে বার্তালাপ পুরোটাই হচ্ছে ইংরেজিতে। আর এতেই রেগে গেছে নেট দুনিয়া।

মাত্র ২ বছরের ছেলেকে এখন থেকে ইংরেজিতে পাকাপোক্ত করে তুলতে চাইছেন শুভশ্রী। কিন্তু এর পাশাপাশি বাংলাতে কেন তিনি সাধারণ কথা বলেন না সেই প্রশ্ন করেছে সবাই। ভিডিওতে বেশ কিছু অংশ স্পষ্ট শোনা গেছে ছেলেকে প্রশ্ন করছেন গরু কী করে? আর সেটা সম্পূর্ণ ইংরেজিতে জিজ্ঞাসা করেছেন তিনি ছোট্ট ছেলেকে।

আপত্তি জানিয়েছে দর্শকরা। তাদের বক্তব্য উপার্জনের সময় বাংলা আর ছেলেকে শিক্ষা দেওয়ার সময় ইংরেজি? কেন এই দ্বিচারিতা? বাংলায় থেকে বাংলায় কথা বলতে কেন লজ্জা পান শুভশ্রী গাঙ্গুলী এই প্রশ্ন করেছে দর্শক।

Nira

                 

You cannot copy content of this page