Tollywood
Jaya Ahsan: ৩৯ বছর বয়সেও সিঙ্গেল তবু ফর্সা উন্মুক্ত পেটে লাভ বাইট! ‘কে কামড়াল?’, ঠিক খুঁজে বের করলো নেট দুনিয়া! লজ্জায় লাল জয়া আহসান

এখন তিনি নাকি ৪০ এর দোরগোড়ায় ঘোরাঘুরি করছেন। এটা কি বিশ্বাসযোগ্য? কারণ যতই বয়স বাড়ছে ততই যেন রূপ ফুটে বেরোচ্ছে। আর ততোই ঝড় তুলছেন তরুণ থেকে যুবক সকলের হৃদয়ে। সে এপার বাংলা হোক কিংবা ওপার বাংলাতে দুই বাংলাতেই দাপিয়ে রাজত্ব করছেন এই নায়িকা।
বুঝতে পারলেন কার কথা আমরা বলছি? জয়া আহসান ছাড়া আর কে হতে পারেন তিনি? ৩৯ বছর বয়সে গ্ল্যামারাস। এই বয়সে নায়িকার দ্যুতি চমকে দিতে পারে যে কোনও সেলিব্রেটিকে। হাজার হাজার অনুরাগী নায়িকাকে ঘিরে এবং আস্তে আস্তে সংখ্যা বেড়েই চলেছে।
View this post on Instagram
বাংলাদেশের নায়িকা হয়েও এই দেশে যেভাবে নিজের দক্ষতা এবং কৃতিত্ব ফুটিয়ে তুলেছেন অভিনয়ের মাধ্যমে তা সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রিতে জয়ার সুনাম আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
তাঁর একটা ছবিতে ঘায়েল হয়ে যায় গোটা নেট দুনিয়া। এবারেও ঠিক তেমনটাই হল। শুধু সিনেমা নয় নিজের হাজার হাজার অনুরাগীদের মনে তিনি ঝড় তুলতে পারেন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েও। সদ্য আবার একটা পোস্ট করেছেন এমন যা দেখে দিশেহারা অনুরাগীরা। কী ছবি দিয়েছেন তিনি?
নায়িকা এবার শ্বেতকন্যা। আপাতস্তক সাদা পোশাকে নিজেকে মেলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। সাদা ব্লাউজ আর লেহেঙ্গা পরেছেন নায়িকা। সঙ্গে চোখে কালো রোদচশমা এবং কানে, গলায় কুন্দনের গয়না। ন্যুড মেকআপ করেছেন জয়া। নায়িকার ব্লাউজের নিচে পেটের কিছুটা অংশ অনাবৃত।
View this post on Instagram
আর ঠিক তাতেই নজর পড়লো ভক্তদের একটি বিশেষ জিনিস। কী জানেন? নায়িকার পেটে লাল দাগ স্পষ্ট হয়ে উঠেছে। তা দেখে অনেকেরই প্রশ্ন ওটা কি লাভ বাইট নাকি? ফর্সা পেটে যে লাল দাগ চোখে পড়বেই সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই চোখে পড়তেই নায়িকার এই ছবিটি ভাইরাল হয়ে গেছে এখন নেট দুনিয়ায়।
