জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দ্যুতি খড়ি সবাই খেলছে ক্রিকেট! তাহলে কি নতুন পর্বে থাকছে মজা? ভাইরাল ভিডিও

টেলি ধারাবাহিক প্রেমীদের ড্রয়িং রুমে সকাল থেকে সন্ধ্যা লেগে থাকে ধারাবাহিক। এক এক স্বাদের ধারাবাহিক। বর্তমানে আবার গাঁটছড়া ধারাবাহিক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এবার ধারাবাহিকের তারকারা ভাইরাল হলেন অন্য কারণে। সেটে শুটিং নয় অন্য কিছু হচ্ছে। সিংহরায় পরিবার জুড়ে খুশির হাওয়া।

গাঁটছড়ার অভিনেতারা এবার মন দিলেন ক্রিকেট খেলায়। খেলোয়াড়ের ভূমিকায় রয়েছেন ঋদ্ধি অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায় থেকে অনিন্দ্য। আর আম্পায়ারের ভূমিকায় মাঠে নেমে পড়লেন সোলাঙ্কি রায় ওরফে খড়ি। ক্রিকেট ট্যুর্নামেন্টে রয়েছেন দ্যুতি ওরফে শ্রীমা চিয়ার লিডার রূপে। গাঁটছড়ার সেট হঠাৎই বদলে গেল বাইশ গজে। তাহলে কি আর শুটিং হবে না? নাকি নতুন পর্বের আভাস?

ইনস্টাগ্রামে অভিনেতা গৌরব চট্টোপাধ্য়ায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় একটি ভিডিও শেয়ার করলেন যেখানে তাঁদের অন্য রূপে দেখা গেলো। ব্যাটসম্যান অনিন্দ্য, আর তাঁর বল ক্যাচ করে ফেলেন গৌরব। তার পরেই ফলাফল ঘোষণা করে আম্পায়ার মানে খড়ি। আইপিএল- এর জ্বরে কি তাহলে তাঁরাও ভুগছেন?

Piya Chanda

                 

You cannot copy content of this page