জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শেষ হচ্ছে দাদার দাদাগিরি! আলাদা হচ্ছে জি বাংলা ও সৌরভ গাঙ্গুলীর পথ? এবার কি বাংলার ‘দাদা’ হবেন ‘বিগ বস’?

শুধু ক্রিকেট মাঠেই নয় ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ (Sourav Ganguly) , বাংলা বিনোদন এবং টেলিভিশনেও সমান জনপ্রিয় এক ব্যক্তিত্ব। ক্রিকেট দুনিয়ায় ‘প্রিন্স অফ ক্যালকাটা’ (Prince of Calcutta) হিসেবে খ্যাত সৌরভ টিভির পর্দায় আত্মপ্রকাশ করেন জি বাংলার (Zee Bangla) ‘দাদাগিরি’ (Dadagiri) সঞ্চালনার মাধ্যমে। তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থাপনা, বুদ্ধিদীপ্ত কথা ও মজার গল্পের মাধ্যমে এই শো শুধু কুইজ শো হিসেবে নয়, বরং বাঙালির আবেগ হয়ে উঠেছে।

বছরের পর বছর এই শো দারুণ জনপ্রিয়তা পেয়েছে এবং সৌরভ নিজেও হয়ে উঠেছেন বাংলার ঘরের ছেলে। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে, জি বাংলা ও সৌরভ গাঙ্গুলীর পথ আলাদা হতে চলেছে। ইতিমধ্যেই নাকি শেষ হয়েছে জি এর সাথে দাদার চুক্তি, আর হয়তো দেখা মিলবে না দাদার দাদাগিরির। শো ‘দাদাগিরি’ শেষ হয়ে এবার নতুন একটি রিয়ালিটি শো আসতে চলেছে।

জানা যাচ্ছে, স্টার জলসায় আসছে ‘বিগ বস বাংলা’, যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলীকেই। যদিও চ্যানেল বা সৌরভের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সমাজ মাধ্যমে এই গুঞ্জন ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে। বিশ্বাস করতে পারছেন না অনেকেই! এই খবর ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

একদিকে, অনেকেই বলছেন, “দাদা ছাড়া দাদাগিরি?সৌরভ গাঙ্গুলী ছাড়া ‘দাদাগিরি’- আবেগহীন।” অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, ‘বিগ বস বাংলা’ এলে সেটি বাংলার বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ‘দাদাগিরি’-র মতো পরিবারকেন্দ্রিক কুইজ শো থেকে একেবারে কনট্রোভার্সি-নির্ভর ‘বিগ বস’-এ সঞ্চালনার পদক্ষেপ কেন সৌরভের?

তবে এটা সত্যি যে, বাংলা টেলিভিশনে ‘বিগ বস’ প্রথমবার নয় বা দাদাকে ছাড়া দাদাগিরিও পুরনো। এর আগে কালার্স বাংলায় এই শো প্রচারিত হয়েছিল, তবে জনপ্রিয়তা তেমন পায়নি। অন্যদিকে অতীতে মিঠুন চক্রবর্তীকে সঞ্চালনা করতে দেখা গেছে দাদাগিরি কিন্তু নামেই যেখানে দাদা সেখানে সৌরভ গাঙ্গুলি ছাড়া খুব বেশিদিন সম্প্রচারিত হতে পারিনি, সেই সিজনটি।

এবার স্টার জলসায় নতুনভাবে এই শো আনলে তা কতটা সফল হবে, সেটাই দেখার বিষয়। আপাতত দর্শকদের অপেক্ষা শুধু অফিশিয়াল ঘোষণার। এখন দেখার, ‘দাদাগিরি’-র জায়গায় ‘বিগ বস’-এ দাদাকে দর্শকরা কীভাবে গ্রহণ করেন। বাংলার ‘দাদা’ কি নতুন ভূমিকায় একইভাবে জনপ্রিয় হবেন, নাকি দর্শকরা পুরনো শো ফেরত চাইবে? সব জল্পনার অবসান ঘটবে খুব শীঘ্রই!

Piya Chanda

                 

You cannot copy content of this page