জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) শুরু থেকেই বেশ ভালো সাড়া ফেলেছে। এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ফুলকি (Devyani Mondal) , যে বক্সিংকে (Boxing) ভালোবেসে তার স্বপ্নের পথ বেছে নিয়েছে। রায় চৌধুরী পরিবারে বউ হয়ে আসার পর থেকেই সে অন্যায়ের বিরুদ্ধে একা লড়ছে। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা আর চমকপ্রদ মুহূর্ত দর্শকদের ধরে রেখেছে পর্দার সামনে।
এবার সম্প্রচারিত নতুন প্রোমোতে ধরা পড়েছে এক নতুন মোড়। রুদ্ররূপের ষড়যন্ত্র ফাঁস করার পর অবশেষে নিজেদের বাড়িতে ফিরে এসেছে ফুলকি, রোহিত এবং রায় চৌধুরী পরিবারের বাকিরা। দীর্ঘ লড়াইয়ের পর নিজেদের ঘরে ফিরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ফুলকি ও রোহিত। প্রোমোতে দেখা যাচ্ছে, কঠিন সময় পেরিয়ে দু’জনে একসঙ্গে শান্তির ঘুম ঘুমোচ্ছে।

কিন্তু এই শান্তি কি সত্যিই দীর্ঘস্থায়ী হবে? রুদ্ররূপ কি সত্যিই হেরে গেছে, নাকি নীরবেই নতুন ফাঁদের জাল বুনছে? এক লহমায় ঘুম উড়ে যায়, রোহিতের মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখে ফুলকির আশঙ্কাও চরমে ওঠে ভবিষ্যতে রুদ্রর কথা ভেবে। পরবর্তী সময়ে ফুলকি রায় চৌধুরী পরিবারে কোনো বিপদ আসতে দেবে না বলে সে চ্যালেঞ্জ নেয়!
আরও পড়ুনঃ মাঝরাতের আইসক্রিম পার্টি! প্রাক্তন প্রেমিক সায়ন্তর ছায়ায় মিলল দুই অভিনেত্রীর পথ? কিরণ-দেবচন্দ্রিমার বন্ধুত্ব যেন নারীর ক্ষমতায়নের নতুন সংজ্ঞা!
ফুলকি ও রোহিতের জীবনে কি আবারও আসতে চলেছে বড় কোনো ঝড়? দর্শকদের মনে বাড়ছে উত্তেজনা—এইবার কি সত্যিই সব সমস্যার অবসান হবে, নাকি রুদ্র আরও বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করছে? উত্তর মিলবে আগামী পর্বেই! জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায় প্রতিদিন রাত ৭:৩০-এ ‘ফুলকি’তে!