জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মাঝরাতের আইসক্রিম পার্টি! প্রাক্তন প্রেমিক সায়ন্তর ছায়ায় মিলল দুই অভিনেত্রীর পথ? কিরণ-দেবচন্দ্রিমার বন্ধুত্ব যেন নারীর ক্ষমতায়নের নতুন সংজ্ঞা!

টেলিভিশন দুনিয়ায় ‘দেবচন্দ্রিমা সিংহ রায়’ (Debchandrima Singha Roy), ‘কিরণ মজুমদারে’র (Kiran Majumder) বন্ধুত্ব এখন আলোচনার বিষয়। তবে এই দুই অভিনেত্রীর পথ কার্যত মিলিয়ে দিয়েছেন তাঁদের প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদক (Sayanta Modak) । একসময় দেবচন্দ্রিমা ও সায়ন্তর সম্পর্ক ছিল বিনোদন দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু চার বছরের সম্পর্কের পর সেই বন্ধন ছিন্ন হয়। দেবচন্দ্রিমা মনে করেন, সম্পর্কটি চালিয়ে গেলে তিনি আজকের জায়গায় আসতে পারতেন না।

তিনি এখন সফল একজন অভিনেত্রী, যা তিনি একান্ত নিজের পরিশ্রমেই অর্জন করেছেন। সায়ন্ত মোদক শুধু অভিনেতা নন, তিনি একজন ইউটিউবারও। তাঁর ‘দ্যা কনফিউশন বক্স’ নামের একটি জনপ্রিয় ভ্লগিং চ্যানেল রয়েছে, যেখানে তিনি নিয়মিত ভিডিও আপলোড করেন। দর্শক সংখ্যাও কম ছিল না। কিন্তু একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া এবং তাঁদের প্রতি নির্যাতনের অভিযোগে তিনি সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েছেন। দেবচন্দ্রিমার পর সায়ন্তর নাম জড়িয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে, কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।

Debchandrima singha Roy, Sayanta Modok, Kiran Mazumder, দেবচন্দ্রিমা সিংহ রায়, সায়ন্ত মোদক, কিরণ মজুমদার

বছর দেড়েক আগে তিনি সম্পর্কে জড়ান মডেল তথা অভিনেত্রী কিরণ মজুমদারের সঙ্গে। কিন্তু সেই সম্পর্কও সুখকর হয়নি। চলতি মাসের শুরুতে কিরণ এক বিস্ফোরক ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি সায়ন্তর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। এমনকি তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর দেবচন্দ্রিমা আর চুপ করে থাকেননি। তিনি কিরণের পাশে দাঁড়িয়ে জানান, পাঁচ বছর আগে তাঁর সঙ্গেও সায়ন্ত একই আচরণ করেছিল, যা পরবর্তীতে প্রিয়াঙ্কা এবং কিরণের সঙ্গেও হয়েছে।

যদিও সায়ন্ত এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। দর্শকদের চোখে সায়ন্ত এখন ‘টক্সিক বক্স’-এ পরিণত হয়েছেন। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কমতে শুরু করেছে এবং সিরিয়াল থেকে তাঁকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। এই বিতর্কের মাঝেই প্রকাশ্যে এসেছে দেবচন্দ্রিমা ও কিরণের বন্ধুত্বপূর্ণ একটি ছবি। যেখানে দেখা গেছে, মাঝরাতে দু’জনে একসঙ্গে আইসক্রিম খেতে গিয়েছেন। দেবচন্দ্রিমা ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবিটি শেয়ার করে লিখেছেন, “এখন বুঝলাম কেন রাতের আইসক্রিম খাওয়ার ছবি তোলা যায় না!

লেট নাইট ড্রাইভ হল, আইসক্রিম খাওয়া হল? এরপর কী কিরণ মজুমদার?” কিরণও এই ছবি নিজের স্টোরিতে শেয়ার করেছেন, সঙ্গে একটি লাল হৃদয় ও হাসির ইমোজি যুক্ত করেছেন। সম্প্রতি কিরণ তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যাচ্ছে দেবচন্দ্রিমা তাঁর বাড়িতে এসেছেন। ভিডিওতে কিরণ বলেন, “দেবচন্দ্রিমা এখন আমার গাইডের মতো। যখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, তখন ভাবিনি কেউ পাশে দাঁড়াবে। কিন্তু দেবচন্দ্রিমা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।” দেবচন্দ্রিমাও কিরণের প্রতি তাঁর সহানুভূতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আমি কিরণের মধ্যে পাঁচ বছর আগের আমিকে খুঁজে পাই। তাই চাই ও যেন নিজের তৈরি করা জায়গাটি হারিয়ে না ফেলে। ওকে আবার ঘুরে দাঁড়াতেই হবে।” কিরণও স্বীকার করেন, একসময় অন্যের কথা শুনে তিনি দেবচন্দ্রিমাকে ছোট করেছিলেন। যদিও এখন তাঁরা ভালো বন্ধু কি না, সে বিষয়ে কিছু বলেননি, তবে ভবিষ্যতে একসঙ্গে ভ্রমণ, নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা তাঁদের রয়েছে। দর্শকদের ভালোবাসা থাকলে সেগুলো বাস্তবায়িত হবেই। সব মিলিয়েই সমাজমাধ্যমে দুজনের এই অনন্য সম্পর্ক নারীর ক্ষমতায়নে নতুন সংজ্ঞায় পরিণত হয়েছে।

Piya Chanda