জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীর্ঘদিনের সফর শেষ! ঝাঁপ বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের

সম্প্রতি জি বাংলা (Zee Bangla) আনছে একের পর এক নতুন গল্প অথবা রিমেক গল্প নিয়ে তৈরি নতুন ধারাবাহিক। সেখানে মুখ্য চরিত্র জুটি বাঁধতে দেখা যাচ্ছে বেশ কিছু জনপ্রিয় তারকাদের। নতুন ধারাবাহিক আসা মানেই তো পুরনো ধারাবাহিকের বিদায় ঘন্টা বেজে যাওয়া। ঠিক একই কারণে কিছুদিন আগে শেষ হলো একটি জনপ্রিয় ধারাবাহিক ‘মালা বদল’ (Mala Bodol) । আর এবার খবর উঠে আসছে আর এক ধারাবাহিকের সমাপ্তির।

জি বাংলার ধারাবাহিক ‘অমর সঙ্গী’ (Amar Sangi) প্রথম থেকেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিতে পারেনি। যদিও গল্পে প্রেম, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন আর বেশ কিছু চমক ছিল, তবুও টিআরপি তালিকায় তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রথমে প্রাইম টাইমে সম্প্রচারিত হওয়ার কথা থাকলেও সরিয়ে দেওয়া হয় দুপুরের স্লটে। সর্বপ্রথম এই ধারাবাহিক সম্প্রচারিত হয় দুপুর ২:৩০ এর স্লটে। সিরিয়াল প্রেমিরা কিছুটা হতবাক হয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশনে তৈরী এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudli) । প্রথমদিকে বেশ চর্চায় ছিল ‘অমর সঙ্গী’। কারণ, এটি ছিল এক ব্যতিক্রমী প্রেমকাহিনি, যেখানে নায়ক-নায়িকার সম্পর্কের টানাপোড়েন এবং পারিবারিক দ্বন্দ্ব গুরুত্ব পেয়েছিল। তবে গল্পের গতি যতই বাড়ানো হোক না কেন, দর্শকদের ধরে রাখতে পারেনি ধারাবাহিকটি। বিভিন্ন মোড় এনে, নতুন চরিত্র যোগ করেও টিআরপির গ্রাফ ওঠেনি।

তাই শেষমেশ বিকেল ৩টের স্লটে পাঠানো হয় সিরিয়ালটিকে। অনেকেই আশা করেছিলেন, নতুন সময়ে হয়তো সিরিয়ালটির ভাগ্য ফিরবে, কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একটি ধারাবাহিক দীর্ঘদিন টিকে থাকতে গেলে গল্পের পাশাপাশি প্রযোজনা মান এবং দর্শকদের আবেগের সঙ্গেও যুক্ত থাকা প্রয়োজন। ‘অমর সঙ্গী’র ক্ষেত্রে হয়তো সেই জায়গাটিতেই খামতি থেকে গেছে। নতুন চরিত্র বা প্লট টুইস্ট এনে দর্শকদের চমকে দেওয়ার চেষ্টা করা হলেও,

টিআরপি তালিকায় স্থায়ী প্রভাব ফেলতে পারেনি। ধারাবাহিকটি নিয়ে শুরুতে আশাবাদী ছিলেন নির্মাতারা, কিন্তু শেষমেশ তাদের হতাশাই হতে হল। এখন টেলিপাড়ার খবর, বারবার সময় পরিবর্তন ও নতুন চমক আনার পরেও টিআরপির দৌড়ে পিছু হটতে হয়েছে এই ধারাবাহিককে। আর সেই কারণেই নাকি ‘অমর সঙ্গী’র অন্তিম পর্বের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই সিরিয়ালটির সম্প্রচার বন্ধ হয়ে যাবে।

amor sangi

যদিও চ্যানেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে ইন্ডাস্ট্রির একাধিক সূত্র বলছে, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রচারিত হবে ধারাবাহিকের শেষ পর্ব। তবে প্রশ্ন উঠছে, ‘অমর সঙ্গী’র জায়গায় কোন নতুন ধারাবাহিক আসতে চলেছে? কোন নতুন গল্প দর্শকদের সামনে হাজির করতে চলেছে চ্যানেল? সে উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন!

Piya Chanda