জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আসছে নতুন অতিথি! সন্তান জন্মের দু মাসের মধ্যেই ফের সুখবর জানালেন রূপসা চট্টোপাধ্যায়!

সবে মাত্র দু মাস হল বাড়িতে এসেছে নতুন অতিথি। আর এর মধ্যেই আবারও আসছে নতুন অতিথি সায়ন-রূপসার জীবনে। বাংলার টেলি জগতের অতি পরিচিত মুখ রূপসা চ্যাটার্জী (Rupsha Chaterjee) গত বছর অক্টোবর মাসে মনের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আর বিয়ের দু মাসের মধ্যেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর রীতিমতো অবাক করে তুলেছিল নেটিজেনদের। গত জানুয়ারি মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী রূপসা। এক কথায় বলা যেতে পারে, অভিনেত্রীর রোজনামচার জীবনে সারাদিনের ধ্যান জ্ঞান ওই ছেলেই।

Tollywood actress Rupsha, celebrity, film, cinema, movie, Bengali serial, serial entertainment, টলিউড, রূপসা, বাংলা ধারাবাহিক, সিরিয়াল, বিনোদন

তবে, রূপসা তাঁর ফেসবুক ভিডিওর মাধ্যমে জানালেন বাড়িতে আবারও আসতে চলেছে নতুন অতিথি। প্রথম সন্তান ২ মাসের মধ্যেই আবার খুশির খবর! এই খবর শুনেই অনেকেই ভাবছেন ফের মা হতে চলেছেন কি অভিনেত্রী?

বাড়িতে অতিথি আসছে ঠিকই তবে মা হচ্ছেন না অভিনেত্রী। রূপসার দেওর অর্থাৎ সায়নদীপের ভাই খুব শীঘ্রই বাবা হতে চলেছে। আর কাকা-কাকিমা হতে চলেছে রূপসা-সায়ানদীপ। ভিডিওতে এই তারকা দম্পতি জানালেন, ডুগ্গু অর্থাৎ তাঁদের সন্তান এবার দাদা হতে চলেছেন।

Piya Chanda