জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রেমে পড়েন, প্রেম ভাঙেন, আবার প্রেমে পড়েন! জেসমিন ‘সায়ন্ত মোদকের ফিমেল ভার্সন! নতুন প্রেমিকের সঙ্গে পরিচয় করাতেই কটাক্ষের মুখে নায়িকা’

টলিপাড়ায় প্রেম-বিচ্ছেদ নতুন কিছু নয়, তবে কিছু কিছু সম্পর্ক নিয়ে আলোচনা যেন শেষই হয় না! টলিউডের বেশ কিছু অভিনেত্রীকে নিয়ে সমালোচনা হয়েই থাকে, তবে ‘জেসমিন রায়’ (Jesmin Roy) যেন একেবারে সমালোচকদের ফেভারিট হয়ে উঠেছেন! একের পর এক সম্পর্ক নিয়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী ফের চমকে দিলেন! সদ্যই সমাজ মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে ছবি শেয়ার করেছেন, আর তারপরই দর্শকদের একটাই প্রশ্ন—”নতুন নাকি সাময়িক?”

শনিবার অভিনেত্রী ‘গিবলি আর্ট’-ট্রেন্ডে (Ghibli art trend) গা ভাসিয়ে একটি অ্যানিমেটেড ছবি শেয়ার করেন। প্রেমিকের সঙ্গে সেই বিশেষ মুহূর্ত ভাগ করলেও, ছবিতে তাঁর সঙ্গীর মুখ স্পষ্ট নয়। ক্যাপশনে আবেগঘনভাবে তিনি লিখেছেন, “যখন একা থাকতে চেয়েছিলাম, তখনই তাঁর সঙ্গে প্রথম দেখা। আর এখন, তিনিই আমার প্রতিদিনের সঙ্গী।” কেউ কেউ অভিনন্দন জানাচ্ছেন, তো কেউ আবার খোঁচা দিতে ব্যস্ত! যতবারই জেসমিন নতুন প্রেমে পড়েন, ততবারই তুলনা চলে আসে কারোর না কারোর সাথে।

এবার সেই তুলনা এলো সায়ন্ত মোদকের সঙ্গে, কেন? কারণ, সেই এক সম্পর্কের স্থায়িত্ব আর স্থিতিশীলতার প্রশ্ন! কেউ কেউ তো মজা করে বলছেন, “সায়ন্ত মোদক একটা ট্রেন্ড সেট করে গেছেন, জেসমিন সেটাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন!” আবার কেউ ঠাট্টা করে বলছেন, “এবারকারটা কি মাসিক সাবস্ক্রিপশন নাকি বাৎসরিক?” নেটিজেনদের একাংশ তো একেবারে হিসেব কষে ফেলেছেন—গত কয়েক বছরে ঠিক কতবার অভিনেত্রীর সম্পর্কের স্ট্যাটাস চেঞ্জ হয়েছে!

প্রসঙ্গত, এক সময় অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে জেসমিনের সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি, পরে রাজদীপ গুপ্তের সঙ্গেও তার নাম জড়ায়। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। একসময় তিনি নিজেকে একা রাখার সিদ্ধান্ত নিলেও, শেষ পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে প্রেমকে নতুন সুযোগ দিতে রাজি হলেন জেসমিন। কেউ লিখেছেন, “ফেসবুকের ‘ইন অ্যা রিলেশনশিপ’ অপশনটা জেসমিনের জন্যই বানানো!”

আরেকজন যোগ করেছেন, “ভালোবাসা বদলাতে পারে, কিন্তু এত দ্রুত? জেসমিন প্রমাণ করে দিচ্ছেন!” তবে কিছু অনুরাগী রয়েছেন, যারা বলছেন, “জীবনে ব্যক্তিগত সম্পর্কের সিদ্ধান্ত নেয়া যার যার ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে ট্রোল করার মানে হয় না!” যদিও ট্রোলের মাত্রা এতটাই তুঙ্গে, যে কেউ কেউ আবার এই নতুন প্রেমিককে সাবধানও করে দিচ্ছেন! একজন লিখেছেন, “ভাই, সাবধানে থাকো! স্টোরেজ ফুল হলে পুরনো ফাইল ডিলিট হয়!”

সব মিলিয়ে, জেসমিনের প্রেম জীবন এখন একেবারে হট টপিক! যদিও তিনি এসব সমালোচনার কোনো উত্তর দেননি, তবে দর্শকরা মুখিয়ে আছেন নতুন কোনো আপডেটের জন্য! ট্রোলাররা বলছেন, “এই কাহিনি সিরিয়ালের থেকেও বেশি জমজমাট!” এখন দেখার, এই নতুন প্রেমের স্থায়িত্ব কতদিন!

Piya Chanda

                 

You cannot copy content of this page