জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শত্রুতা ভুলে কি এবার বন্ধুত্ব? টগরকে বাঁচাতে একসঙ্গে মাঠে নামল পারুল-রায়ান, বদলাচ্ছে কি সম্পর্কের সমীকরণ?

জি বাংলার (zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’(parineeta) প্রতিদিন দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন চমক। পারুল-রায়ানের সম্পর্কের টানাপোড়েনের মাঝে এবার এক নতুন রহস্য দানা বাঁধছে। টগরের নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন মোড় নেবে কাহিনি। পারুল কি পারবে তার বোনকে বিপদ থেকে রক্ষা করতে? আর রায়ান কি শেষমেশ পাশে দাঁড়াবে? উত্তরের জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকের পরবর্তী পর্বে।

গত পর্বে দেখা গিয়েছিল, রায়ানকে শিক্ষা দিতে পারুল তার বাড়িতে সাসপেনশনের চিঠি পাঠায়, কিন্তু ছদ্মবেশে। বাড়ির সদস্যরা প্রথমে সন্দেহ করলেও, পারুল শেষমেশ চিঠি দিয়ে পালিয়ে যায়। চিঠিটি রায়ানের দাদুর হাতে পড়তেই তিনি রায়ানকে কড়া ধমক দেন। শুধু দাদুই নয়, পিসিও ক্ষোভ প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন, শিক্ষিকা হয়ে যদি তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, তবে রায়ান কেন অন্যায় করবে! দাদু রায়ানকে স্পষ্ট জানিয়ে দেন, এক সপ্তাহ বাড়ির বাইরে বেরনো নিষেধ। এতে রায়ান প্রবল রেগে যায় এবং মনে মনে পারুলকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করে।

পরিণীতা, parineeta , parineeta today episode 29 march , পরিণীতা আজকের পর্ব ২৯ মার্চ, zee Bangla, জি বাংলা

এদিকে, গোপাল যখন বাড়ি ফিরে আসে, রুক্মিণী তার যত্ন নেয়। এতে গোপালের মনে প্রশ্ন জাগে—রুক্মিণী কি সত্যিই তাকে একটু হলেও ভালোবাসে? অন্যদিকে, বাবা ভুবনেশ্বরের পুজোর প্রস্তুতি শুরু হয়। গোপাল পারুলকে ফোন করে তার প্রস্তুতির খোঁজ নেয়। পারুল জানায়, সে যেতে রাজি, কিন্তু দাদুর সামনে কীভাবে দাঁড়াবে তা বুঝতে পারছে না। এরই মধ্যে টগর ও তূর্যর কথোপকথন হয়। তূর্য টগরকে জানায়, সে কিছুদিনের জন্য কলকাতা ছাড়বে এবং তার জন্য একটি উপহার এনেছে। তবে তূর্যের মনে অন্য একটি পরিকল্পনা রয়েছে—সে টগরকে সমিরনদের হাতে তুলে দিতে চায়! এই ষড়যন্ত্রের পরিণাম কী হবে, তা জানার অপেক্ষায় ছিলেন দর্শকরা।

পরিণীতা আজকের পর্ব ৩০ মার্চ (parineeta today episode 30 march)

আজকের পর্বে দেখা যাবে, টগর নিখোঁজ! পরিবারের কেউই তাকে খুঁজে পাচ্ছে না। পারুল বুঝতে পারবে, তার বোন বড় বিপদে পড়েছে। সে দ্রুত রায়ানের কাছে ছুটে যাবে সাহায্যের জন্য। কিন্তু রায়ান প্রথমে স্পষ্ট জানিয়ে দেবে, সে আর পারুলের কোনও বিপদে পাশে থাকবে না। এতে পারুল দৃঢ়প্রতিজ্ঞ হয়, সে একাই তার বোনকে উদ্ধার করবে।

ঠিক তখনই গল্পে আসে চমক! পারুল একা রওনা দিতে গেলে, রায়ান পিছন থেকে বলে, “একা গিয়ে মরবি নাকি? চল, আমিও যাচ্ছি!” শেষমেশ কি রায়ান ও পারুল একসঙ্গে টগরকে উদ্ধার করতে পারবে? নাকি আরও বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য? জানতে হলে চোখ রাখতে হবে ‘পরিণীতা’-র পরবর্তী পর্বে!

Piya Chanda