‘ধর্মা প্রোডাকশান’, বলিউডের (Bollywood) প্রথম সারির প্রোডাকশানের মধ্যে অন্যতম। আর এই প্রযোজক সংস্থার মালিক পরিচালক করণ জোহর (Karan Johar) সম্প্রতি হাজির হয়েছিলেন হিন্দি ভাষী এক রিয়েলিটি শোয়ে, নাম ‘ইন্ডিয়ান আইডল’-এ (Indian Idol)।
বর্তমানে, ইন্ডিয়ান আইডল সিজন ১৫ যত ফাইনালের দিকে যতো এগোচ্ছে প্রতিযোগীদের মধ্যে ততো প্রতিযোগিতা কঠিন হয়ে উঠছে। আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রায় প্রতিটা প্রতিযোগীই নিজেদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
আর এই গানের লড়াইয়ে ফাইনালের দৌড়ে যে নামটা সবথেকে বেশী উঠে এসেছে তা হল মানসী ঘোষ। বাংলার মেয়ের এই গান শুনে মাতোয়ারা সকল ভারতবাসী। আর, করণ জোহর এই অনুষ্ঠানে এসে মানসীর গান শুনে রীতিমতো মুগ্ধ।
ইন্ডিয়ান আইডল’-এর এই বিশেষ এপিসোডে মানসী করণের পরিচালনা তৈরী সিনেমার ‘ব্রেকআপ সং’ এবং ‘দিল্লীওয়ালি গার্লফ্রেন্ড’ ক্লাসিকাল স্টাইল গান। যা শুনে অবাক দর্শক থেকে বিচারক সবাই।
আরও পড়ুনঃ জি বাংলার সুপারহিট ধারাবাহিক থেকে বিদায় নায়িকার! এপার বাংলার ‘ফুলকি’ ওরফে ‘দিব্যানী’ পা রাখলেন বাংলাদেশি শোবিজে! ছাড়ছেন ফুলকি?
গান শেষে করণ মানসীকে বলেন, “বাঃ কি দুর্দান্ত পারফর্মেন্স! আশা জি যেমন ভাবে নিজের স্বর বদলাতেন, একেবারে আলাদা একটা জোনে চলে যেতেন। আমার খুব ভালো লাগল যে তুমিও ঠিক তাই করলে। আশা জিকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েই আমি বলছি আপনার মধ্যেও সেই গুণ আছে যে তুমি তোমার স্বর বদলাতে পারো। গান, স্কেল সবটা মাথায় রেখে যে এটা করলে ভালো লাগল”। মানসীর এই পারফরম্যান্স দেখে অনেক দর্শকদেরই অনুমান এবারের বিজেতা হওয়ার সুযোগ রয়েছে তাঁর হাতে।