জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমার একদম পছন্দ নয়! একদম ভালো নাচে না, একদম অখাদ্য নাচে।” এত বড় মঞ্চের মহাগুরু হয়ে এইরকম নাচ? মিঠুন চক্রবর্তীকে নিয়ে বেঁফাস মন্তব্য ছোট্ট অনুমেঘার!

বাংলা টেলিভিশনের পর্দায় প্রায়ই নতুন নতুন শিশু শিল্পীদের দেখা মেলে। কিছু কিছু শিল্পীরা থেকেই যায় আবার কেউ কেউ হারিয়ে যায় একটা দুটো চরিত্রে অভিনয়ের পর। এই সকল শিশু শিল্পীদের মধ্যে এখন এক পরিচিত নাম হয়ে উঠেছে ‘অনুমেঘা কাহালি’ (Anumegha Kahali)। জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই শিশু অভিনেত্রী। ছোট থেকেই অভিনয়ে জগতে তাঁর বেড়ে ওঠা। অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছে অনুমেঘা।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করার অভিজ্ঞতা মিলেছে, ইন্ডাস্ট্রি আইকন মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করার সৌভাগ্যও হয়েছে তাঁর। তবে বেশ কিছুদিন পর্দায় দেখা মিলছিল না তাঁর, আর এই নিয়েই অনেকের মনে প্রশ্ন উঠতে থাকে। অনেকদিন পর আবার ছোট পর্দায় ফিরছে অনুমেঘা। তবে এবার অভিনয় নয়, একেবারে নতুন ভূমিকায়। জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে।

অনুমেঘা ইতিমধ্যেই ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রাণ হয়ে উঠেছে। কনফিডেন্স আর কিউটনেস— দুটোর মিশেলে দর্শকের মন কাড়ছে ছোট্ট অনুমেঘা। সম্প্রতি ‘দিদি নাম্বার ওয়ান’-এর একটি পর্বে মায়ের সাথে অতিথি হিসেবে দেখা গিয়েছিল অনুমেঘাকে। সেখানে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে একেবারে এমন মন্তব্য করে বসল সে, যা শুনে সকলে অবাক! মিঠুন চক্রবর্তীর নাচ কেমন লাগে জিজ্ঞাসা করা হয় তাঁকে।

এই প্রশ্ন জিজ্ঞেস করা হলে অনুমেঘা বলে বসে, “আমার একদম ভালো লাগে না, একদম অখাদ্য নাচে।” ছোট্ট মেয়ের মুখে এমন মন্তব্য শুনে হঠাৎ করে থমকে গিয়েছিলেন সকলেই। তবে খুব তাড়াতাড়ি বোঝা যায়, অনুমেঘার কথা নিছকই মজার ছলে বলা। কোনওভাবেই অপমানের উদ্দেশ্যে নয়। বরং মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভালবাসায় ভরা।

মহাগুরুর সঙ্গে ছোটদের এইরকম খুনসুটিই কারোর অজানা নয়। অনুমেঘার উপস্থিত বুদ্ধি, প্রাণবন্ততা এবং স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি শুধু তার বয়সের তুলনায় অগ্রসর নয়, বরং তাকে বাংলার দর্শকের চোখে এক অনন্য প্রতিভা হিসেবে গড়ে তুলছে। একদিকে অভিনয়, অন্যদিকে সঞ্চালনা— দুই দিক সামলে এখনই যে সে ভবিষ্যতের উজ্জ্বল মুখ হতে চলেছে, তা বলাই যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page