জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমার স্বামীর দিকে তাকালে থানায় তোমার নামে কেস করে দেব’, চড়ুইকে ভয়ঙ্কর হুমকি দিল ফুলঝুরি! জমজমাট পর্ব ধূলোকণায়

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ধূলোকণা। অভিনেত্রী মানালি দে বহুদিন পর এই সিরিয়ালের মধ্যে দিয়ে কামব্যাক করেছেন ছোট পর্দায়।এক কাজের লোক এবং সেই বাড়ির ড্রাইভার এর প্রেমের গল্প ধূলোকণা তবে গল্পে টুইস্ট চলে আসে সেই বড়লোক বাড়ির মেয়ে চড়ুই যখন সেই ড্রাইভার এর প্রেমে পড়ে যায়। এরপর লালনকে নিয়ে ফুলঝুরি এবং চড়ুইয়ের টানাটানি চলছে দীর্ঘদিন ধরে।

বর্তমানে দেখা যাচ্ছে লালন খুব অসুস্থ এবং তাকে নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিতে চলেছে ফুলঝুরি। সেই সময় চড়ুই ক্ষেপে যায় এবং বলে যে, ফুলঝুরি তুই আগুনের সাথে খেলছিস কিন্তু। এর ফল কিন্তু ভালো হবে না।

তখন ফুলঝুরিরও মাথা গরম হয়ে যায় আর সে বলে যে চড়ুইদি আমি যাই নিয়ে খেলি না কেন তোমাকে মাথা ঘামাতে হবে না।তখন লালনের বাবা ফুলঝুরির দিকে আঙ্গুল তুলে বলে যে তুমি যদি আমার ছেলের কোন ক্ষতি করে দাও আমি কিন্তু তোমাকে ছাড়বো না আবার লালনের মা তখন ফুলঝুরি কে সামলে রাখে।

তখন ফুলঝুরি বলে যে কাকু আমি এই নিয়ে কোন ভয় পাইনা। লালন আমার সাথে আছে আর দরকার পড়লে ও থানায় গিয়ে বলবে যে আমি ওর কোন ক্ষতি করিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page