জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমার ছেলে অবৈধ সন্তান নয়, ওর বাবা আছে’, ক্যামেরার সামনে চিৎকার করে বলে উঠলেন নুসরাত জাহান! ভাইরাল ভিডিও

তিনি একাধারে অভিনেত্রী, মা, একজন সাংসদ এবং সর্বশেষ পরিচয় তিনি হলেন একটি রেডিও শোয়ের সঞ্চালিকা। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলা হয়েছে। তিনি হলেন নুসরাত জাহান যার সঙ্গে বিতর্ক শব্দটা গত এক বছর ধরে জুড়ে আছে।

তবে নুসরাত জাহান যে বিতর্ককে খুব একটা পাত্তা দেন না তা তার কার্যকলাপ এবং বক্তব্যতেই শুনলে স্পষ্ট হয়ে যায়। প্রথমদিকে যশ যে তার সন্তানের বাবা সেই কথাটি তিনি প্রকাশ্যে আনেননি আর সেজন্য তাকে এত অশ্লীল তকমা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা অশ্রাব্য ও অব্যক্ত। নুসরাত নিজের সিদ্ধান্তে দৃঢ় থেকেছেন এবং পরবর্তীকালে নিজের টকশো এর মাধ্যমে তিনি প্রকাশ্যে এনেছেন যশ দাশগুপ্ত তার ছেলে ঈশানের বাবা।

আর এবার নুসরাত জাহানের একটি পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে থাকে বলতে শোনা গেছিল যে ঈশান আমার অবৈধ সন্তান নয়,ওর বাবা আছে।সে ইন্টারভিউতে ঈশানের বাবা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল তখনই মেজাজ হারিয়ে নুসরত বলে ফেলেন যে তার ছেলে কারোর অবৈধ সন্তান নয় ওর বাবা আছে।

বস্তুত পুরো প্রেগনেন্সির সময়তেই যশ দাশগুপ্ত নুসরাতের ভীষণ খেয়াল রেখে ছিলেন। নুসরাতের ছেলে কোলে নিয়ে তিনি গাড়িতে উঠে ছিলেন। পরবর্তীকালে কি দুই ছেলেকে নিয়ে যশের ছবি আমরা নিজের চোখেই দেখেছি।

এখন নুসরাতকে নিয়ে বিতর্ক অনেকটাই থিতিয়ে গেছে। ধীরে ধীরে নিজের হারানো সম্মান আবার ফিরে পাচ্ছেন সুন্দরী অভিনেত্রী। এইতো গত পরশুদিন বছরের সেরা শক্তিশালী নারীর পুরস্কার পেলেন। সব মিলিয়ে নুসরাতের জীবনটা এখন ছেলে স্বামী মিলিয়ে সুন্দর কাটছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page