জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমাদের পরিবারটাকে এক সুতোয় বেঁধে রাখে মিঠাই’, নারী দিবসে মিঠাইকে ক্রেডিট দিল সিদ্ধার্থ, পোস্ট ভাইরাল মুহূর্তেই

আজ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। আজকের দিনটা বিশ্বজুড়ে নারীদের বিভিন্নভাবে সম্মান জানানো হয়। আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে নারীদের জয়গান গাইছেন পুরুষেরা। বিভিন্নভাবে নারীদের উপহার দিয়ে দাম কমিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করছে সংস্থাগুলো। আজকের দিনে নারী দি বস।

আমাদের বাংলা টেলিভিশন চ্যানেলগুলোও পিছিয়ে নেই।যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে বাংলায় প্রত্যেকটি সিরিয়ালই কিন্তু নারী কেন্দ্রিক। যেখানে একজন নারীকে ঘিরে গল্প আবর্তিত হয়। মিঠাই,উমা,যমুনা ঢাকি,এই পথ যদি না শেষ হয়,আলতা ফড়িং, খুকুমণি হোম ডেলিভারি,আয় তবে সহচরী যে চ্যানেলের সিরিয়াল এর নাম করুন না কেন দেখবেন যে নারীকে কিন্তু তৈরি হচ্ছে গল্পটি। খেয়াল করে দেখবেন যে আজকের দিনে চ্যানেলগুলো কিন্তু সেই নারীদেরকেই কৃতিত্ব জানাচ্ছে।

ঠিক যেমনটা করেছে জি বাংলা।নিজেদের চ্যানেলের সিরিয়াল এর নারী চরিত্রগুলো কে প্রাধান্য দিতে তাদেরকে নিয়ে বিভিন্ন পোস্টার বানিয়েছে জি বাংলা আর তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে মিঠাই এবং সিদ্ধার্থের পোস্ট। যেখানে সিদ্ধার্থকে বলতে শোনা গেল যে আমাদের পরিবারকে এক সুতোয় বেঁধে রাখার কারণ কিন্তু মিঠাই নিজেই।

এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘আমাদের সমাজের প্রাচীন রক্ষণশীল মানসিকতা ছেড়ে বেরিয়ে আসার এটাই সেরা সময়। আজ “আন্তর্জাতিক নারী দিবস”-এ, আসুন সবাই অঙ্গীকারবদ্ধ হই – “একসাথে আমরা গড়ে তুলব নারীদের জন্য এক ইতিবাচক, বৈষম্য-মুক্ত সমাজ।” শুভ নারী দিবস..!’

তাই আসুন আজকে আমরাও জি বাংলার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হই নারীদেরকে আমাদের যথাযোগ্য সম্মান দেবো আর তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে আমরা কাজ করতে সাহায্য করব। কারণ আলটিমেটলি কিন্তু নারীরাই আমাদের সবার পাওয়ার হাউস।

Piya Chanda

                 

You cannot copy content of this page