জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আন্তর্জাতিক নারী দিবসের মায়ের জন্য মন খারাপ শ্রীলেখা মিত্রের!ভারাক্রান্ত মনে মায়ের সঙ্গে পুরনো ছবি দিয়ে লিখলেন একগুচ্ছ না বলা কথা

আজ আন্তর্জাতিক নারী দিবস। গোটা দিন জুড়ে পালিত হলো মহিলাদের সম্মান জ্ঞাপন এবং উদযাপনের এই দিনটি। সকলেই নিজের প্রিয় নারীদের শুভেচ্ছা জানিয়েছেন আজকে। তবে আজকের দিনে মন খারাপ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের।

আজ সন্ধ্যাবেলায় মায়ের সঙ্গে জড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। তার মা পরলোকগমন করেছেন অনেক বছর হয়ে গেল আর আজকের দিনে মাকে ভীষণ মনে পড়ছে অভিনেত্রীর। মাকে উদ্দেশ্য করে লিখেছেন কয়েকটি কথা।

শ্রীলেখা তার মাকে লিখেছেন, ‘ওমেন্স ডে কাকে বলে জানতে মা? নিজের জন্য তো কোনো সময়ই বার করো নি।মাছ-মাংসের বড় পিসগুলো তো বাবার আর আমাদের জন্যই বরাদ্দ ছিল, নিজের জন্য তো কখনো সরিয়ে রাখো নি। তোমার মূল্যায়ন করতে পারিনি আমরা।’ এরকম আরো কয়েকটি কথা লিখে পোস্ট করেছেন শ্রীলেখা।

তার এই পোস্ট দেখে অনেকেরই মন ভারী হয়ে গিয়েছে। অনেকেই শ্রীলেখাকে সমবেদনা জানিয়েছেন। মায়েরাই যে আমাদের চালিকাশক্তি। আজকের দিন তাই মায়েদের জন্যও খানিকটা হোক না।

Piya Chanda

                 

You cannot copy content of this page