জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এই কিছুদিন আগে উর্মিকে লাঠিপেটা করলো দীপা, এখন আবার দুই বোনের মধ্যে গলায় গলায় ভাব! অবস্থা দেখে চোখ কপালে লাবণ্য সেনগুপ্ত’র

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে ইতিমধ্যে এটা সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এটার কনসেপ্টের জন্য। খুবই চিরাচরিত গল্প, রূপ আগে না গুণ?লাবণ্য সেনগুপ্ত শ্যামলা মানুষদের সহ্য করতে পারেন না আবার অন্যদিকে তার বড় ছেলে ডক্টর সূর্য সেনগুপ্ত শুধুমাত্র গুণকে প্রাধান্য দেয়। তাই সূর্য পছন্দ করে শ্যামলা বর্ণের দীপাকে কিন্তু সূর্যের জন্য তার মা পছন্দ করেছিলেন দীপার সৎবোন ফর্সা উর্মিকে।

ঘটনাচক্রে এখন দীপা সূর্যের বউ এবং উর্মি সূর্যের ভাই জয়ের বউ।যদিও উর্মি ভালবাসে নিজের ভাসুর সূর্যকে এবং সূর্যকে দীপার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যই উর্মি জয়কে বিয়ে করেছে।অন্যদিকে জয়কে কাছেই যেতে দেয় না উর্মি আর সে কথা প্রকাশ্যে চলে আসতেই লাবণ্য সেনগুপ্ত রেগে যান উর্মির ওপর।এরপরে আবার দীপা সূর্যের কাছ থেকে জানতে পেরে যায় যে উর্মি সূর্যর পেছনে পড়ে আছে তারপর সে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে উর্মিকে লাঠিপেটা করে।

তাই দর্শকরা বুঝতেই পারছেন দুই বোনের মধ্যে সম্পর্কটা ঠিক কীরকম। কিন্তু এবার দেখা গেল অন্য। দীপা আর উর্মি গলা জড়াজড়ি করে সেলফি তুলেছে। তাহলে কি দুই বোনের মধ্যে ভাব হয়ে গেল?

আসলে তা নয় শুটিংয়ের ফাঁকে স্বস্তিকা ঘোষ এবং সৌমিলি চক্রবর্তী যারা দীপা ও উর্মির চরিত্রে অভিনয় করছেন তারা এই সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।এই ছবি দেখে সকলেই বলছেন যে দীপা আর উর্মি এরকম মিলেমিশে থাকলেই তো ভালো হয় তবে কিছু জনের মন্তব্য দুজনে মিলেমিশে থাকলেই লাবণ্য সেনগুপ্ত কার ওপর হম্বিতম্বি করবেন?

Piya Chanda

                 

You cannot copy content of this page