Connect with us

    Bangla Serial

    পিসেমশাইকে পুলিশ ধরে নিয়ে গেছে কিন্তু তার সঙ্গে হঠাৎ দেখা করলো মিঠাই! সঙ্গে আবার রয়েছে উর্মির মামণিও, দুই ভিলেনের সঙ্গে কী করছে মিঠাই?

    Published

    on

    যারা মিঠাই ধারাবাহিক দেখেন তারা সকলেই জানেন কিছুদিন আগেই সে মশাই অর্থাৎ নন্দার বাবা এবং পিপির বর ব্রতীন মোদক পরিবারের ক্ষতি করার চেষ্টা এবং সিদ্ধার্থের মারার চেষ্টা করায় গ্রেফতার হয়েছেন।পরিবারের জামাইয়ের এরকম বিশ্বাসঘাতকতায় প্রাথমিকভাবে শোকে মুহ্যমান ছিল মোদক পরিবার বিশেষ করে পিপি এবং নন্দার দিকে তাকানো যাচ্ছিলো না।কিন্তু বর্তমানের মিঠাইয়ের সিদ্ধার্থের বুদ্ধিতে গোটা পরিবার আবার ঘুরে দাঁড়িয়েছে এবং পরিবারে যোগ হয়েছে বেশ কিছু নতুন চরিত্র।

    কিন্তু এর মধ্যেই দেখা গেল মিঠাই পিসেমশাই এর সঙ্গে দেখা করেছে। তবে কি জেলে দেখা করতে গেল মিঠাই এবং আসছে কোনো নতুন পর্ব? সঙ্গে আবার রয়েছে উর্মির মামণিও। দু’জন খলনায়ক এবং খলনায়িকার মাঝে মিঠাই কী করছে? তাদের একসঙ্গে তোলা ছবি এখন ভাইরাল।

    আসলে যিনি পিসেমশাই এর চরিত্রে অভিনয় করেছেন সেই রাজা চ্যাটার্জী এবং উর্মির মামণির চরিত্রে অভিনয় করেন সেই নবনীতা দে বাস্তব জীবনে স্বামী স্ত্রী এবং তাদের একটি জিম রয়েছে কলকাতা নেতাজিনগরে। সেখানেই সৌমি জিম করতে গেছিল এবং তার সঙ্গে এই দু’জনের দেখা হয়েছে। তাই তারা জমিয়ে ফটো তুলেছেন।

    রাজা চ্যাটার্জী এবং মিঠাই কে দেখে মনে হয় তারা শরীর চর্চা করেন কিন্তু মামণির হাতের বাইসেপ দেখে চমকে গেছেন সকলে।সাধারণত মামণিকে সব সময় আমার শাড়িতে এবং ফুলহাতা ব্লাউজে দেখতে পেয়েছি কিন্তু এই ছবিতে মামণির বাইসেপ পুরোটাই দেখা যাচ্ছে যা দেখে বেশ চমকে গেছেন নেটিজেনরা।