জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিউডে কর্ম বিরতি ঘোষণা পরিচালক সংগঠনের! অনিশ্চিত বাংলা বিনোদনের ভবিষ্যৎ

টলিউডে ফের একবার অশান্তির ছায়া।পরিচালকদের সংগঠন এবং টেকনিশিয়ানদের ফেডারেশনের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। সম্প্রতি একাধিক পরিচালককে ব্ল্যাকলিস্ট করার নির্দেশ, কাজ বন্ধ করার হুমকি এবং সংগঠনের নিয়মাবলী নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে। পরিচালকদের দাবি, ফেডারেশনের এই সিদ্ধান্ত শুধু কাজের পরিবেশে নয়, শিল্পীদের ভবিষ্যতেও প্রভাব ফেলছে। পরিস্থিতি সামাল দিতে সংগঠনের তরফে এবার কড়া শর্তপত্র পেশ করা হয়েছে।

পরিচালকদের সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের সমস্ত দাবি ফেডারেশনকে লিখিত আকারে জানাতে হবে। তারা আর মৌখিক প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারছেন না। পরিচালকদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সত্ত্বেও ফেডারেশন কাজ বন্ধ করে দিয়েছে। এমনকি তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে মৌখিকভাবে, যা তাদের কাজকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিয়েছে।

পরিচালকদের প্রথম শর্ত, ব্ল্যাকলিস্টেড পরিচালকদের নাম এবং কারণ লিখিত আকারে জানাতে হবে। সেইসঙ্গে, তাদের প্রজেক্ট চালু করতে হবে নির্দ্বিধায়। দ্বিতীয় শর্ত, ভবিষ্যতে আর কোনো পরিচালক বা প্রযোজককে লিখিত বা মৌখিকভাবে ব্ল্যাকলিস্ট করা যাবে না। তৃতীয়ত, কাজ বন্ধ করার মতো কোনও সিদ্ধান্ত, মৌখিক বা লিখিত, নেওয়া হবে না। ফেডারেশনের সঙ্গে টেকনিশিয়ানদের নামের তালিকা শেয়ার করলেও, প্রযোজক ও পরিচালককে স্বাধীনভাবে কাজ চালানোর অনুমতি দিতে হবে।

এছাড়াও, ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে, তা সংশ্লিষ্ট গিল্ডের মাধ্যমে সমাধান করতে হবে। গিল্ডের আলোচনার ভিত্তিতেই বিষয়টি মীমাংসা করা হবে, কিন্তু কাজ কোনোভাবেই বন্ধ করা যাবে না। পরিচালকদের দাবি, এসব নিয়ম মেনে না চললে টলিউডের কাজ স্বাভাবিক ছন্দে ফিরবে না। তারা মনে করেন, এই শর্তগুলো কার্যকর হলে টলিউডে কাজের পরিবেশ অনেকটাই স্বচ্ছ ও সুষ্ঠু হবে।

অন্যদিকে, ফেডারেশনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি। পরিচালকদের দাবি, এই সমস্যার দ্রুত সমাধান না হলে আন্দোলনের পথে হাঁটতে হবে। টলিউডে কাজ বন্ধ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার, এই শর্তাবলীর প্রেক্ষিতে ফেডারেশন কীভাবে প্রতিক্রিয়া জানায় এবং সমস্যার সমাধান হয় কিনা।

Piya Chanda

                 

You cannot copy content of this page