স্টার জলসার নতুন ধারাবাহিক ‘চিরসখা’ ইতিমধ্যেই পর্দায় সম্প্রচারিত হচ্ছে। লীনা গঙ্গোপাধ্যায়ের এই নতুন প্রযোজনায় অসমবয়সী প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস। ধারাবাহিকটিতে আরও দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, রেশমি সেন, চন্দন সেন, ঐশী, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি ও মালবিকা সেনকে।
এবার এই ধারাবাহিকে দেখা মিলবে আর এক জনপ্রিয় অভিনেত্রীর। সেই অভিনেত্রী হলেন শিঞ্জিনী চক্রবর্তী। এই ধারাবাহিকে কমলিনীর বড় ছেলের হবু স্ত্রী বর্ষার চরিত্রে অভিনয় করছেন তিনি। শিঞ্জিনী এর আগে ‘উমা’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। এরপর তিনি ‘পঞ্চমী’ ধারাবাহিকে চিত্রা চরিত্রে এবং ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

‘চিরসখা’ ধারাবাহিকে বর্ষা চরিত্রটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করবে। শিঞ্জিনীর অভিনয় দক্ষতা ও অভিব্যক্তি এই চরিত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ শিঞ্জিনী চক্রবর্তী আবারও দর্শকদের সামনে আসছেন নতুন এই চরিত্রে।
ধারাবাহিকটির গল্পে অসমবয়সী প্রেমের পাশাপাশি পারিবারিক সম্পর্ক ও সামাজিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরা হবে। লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য ও পরিচালনা দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি করেছে। এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় রয়েছেন সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস।
আরও পড়ুনঃ দারুণ খবর! টেলিভিশনের পর্দায় ফের ফিরছে জি বাংলার জনপ্রিয় হিট জুটি
শিঞ্জিনী চক্রবর্তীর অভিনয় দক্ষতা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। চিরসখা-তে তাঁর চরিত্রটি কীভাবে বিকশিত হয়, তা দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছেন। বর্ষার চরিত্রের মাধ্যমে শিঞ্জিনী আবারও নিজের অভিনয়ের নতুন দিক তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। ‘চিরসখা’ প্রতিদিন স্টার জলসায় সম্প্রচারিত হবে। এই নতুন ধারাবাহিকটি উপভোগ করছেন দর্শকরা এবং শিঞ্জিনী চক্রবর্তীর অভিনয়ের নতুন দিক দেখতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে।