জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারুণ খবর! টেলিভিশনের পর্দায় ফের ফিরছে জি বাংলার জনপ্রিয় হিট জুটি

বাংলা টেলিভিশনের (Television) প্রাণ হল ধারাবাহিক। সিরিয়াল (serial) ছাড়া বাঙালিদের বিনোদন জীবন অসম্পূর্ণ। ধারাবাহিক সারা জীবন বাংলার দর্শকেরা অসম্পূর্ণ আবার তেমনই দর্শক ছাড়া যেকোনো সিরিয়ালের কথা ভাবাই যায় না। দর্শক এবং বিনোদন জগত যেনো একে অপরের পরিপূরক।

বিনোদন জগতে সিরিয়াল কিংবা সিনেমায় এমন কিছু জুটি সৃষ্টি হয় যা কিনা দর্শকদের কাছে চির স্মরণীয় হয়ে থাকে। হতে পারে তা আজকের কথা-এভি’র জুটি কিংবা সেকালের নিখিল-মৌরীর জুটি। মুখ্য চরিত্রের জুটির পাশাপাশি পার্শ্ব চরিত্রে এমন অনেক জুটি দেখতে পাওয়া যায় যা দর্শকদের মনে আলাদা জায়গা জুড়ে থাকে।

অনেক সময় ধারাবাহিককে একটি নয় বরং একাধিক জুটি পছন্দ হয়ে থাকে দর্শকদের। গাঁটছড়া ধারাবাহিকের পার্শ্ব চরিত্রের জুটি ছিল বনি-কুনাল। দর্শকেরা ভালবেসে এই জুটিকে নাম দিয়েছিল ‘কুন্নি’। গাঁটছড়া সিরিয়াল শেষ হওয়ার পর বনি অর্থাৎ অনুষ্কা গোস্বামী স্টার জলসার রোশনাই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করার সুযোগ পান। অন্যদিকে ‘বউ চুরি’ নামের এক ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখতে পাওয়া যায় রিয়াজ’কে। কিন্তু, এই সিরিয়াল শেষ হয়েছে অনেকদিন।

বর্তমানের জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিককে দেওরের চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে রিয়াজ’কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুষ্কা এবং রিয়াজকে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা যাচ্ছে। ছবি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছে, “কুন্নি 2.0″। বলাই বাহুল্য বনি-কুনালকে একসঙ্গে দেখে প্রচন্ড খুশি হয়েছে অসংখ্য দর্শকেরা। সিরিয়াল প্রেমীরা আবারো তাদের একসঙ্গে দেখতে চাই টিভির পর্দায়।

অনেক দর্শকদের ধারণা, ‘পরিণীতা’ ধারাবাহিকে আবারো জুটি হিসেবে দেখতে চলেছে রিয়াজ-অন্বেষাকে। দর্শকদের এই সন্দেহকে আরেকটু দৃঢ় করে এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে গাঁটছড়ার অনিন্দ্য। তাই অনেক দর্শকের এই মনে করছেন ধারাবাহিকের আসন্ন দিনে দেখা যাবে অনুষ্কা’কে। আবার কেউ কেউ মনে করছে নিছকই একটা কাপেল ছবি।

Piya Chanda