জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দিব্যা সেনের বাড়ি তোলপাড় করে সমস্ত প্রমাণ জোগাড় করল দূর্গা! ‘জগদ্ধাত্রীর’ জমজমাট পর্ব মিস করবেন না

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিক দীর্ঘ
বছর ধরে জি বাংলার পর্দায় রাজত্ব করে আসছে। ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল অফিসার জ্যাস সান্যাল ওরফে জগদ্ধাত্রীকে কেন্দ্র করে। তবে এখন গল্পের মোড় বদল হয়েছে। বর্তমানে জ্যাসের মেয়ে দূর্গা গল্পের প্রধান নায়িকা। আর এবার দিব্যা সেনের বাড়ি থেকে প্রমাণ জোগাড় করে কামাল করল সে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৬ জানুয়ারি (Jagaddhatri Today Episode 6th February)

বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিক রীতিমতো জমে উঠেছে। ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে সন্তানের জন্ম দেওয়ার পর নায়িকা জ্যাস প্যারালাইজড হয়ে গিয়েছে। কিন্তু তাঁর কোল আলো করে যে কন্যা সন্তান এসেছে সে তৈরি হয়েছে একেবারে জগদ্ধাত্রীর মতোই। যেমন জেদ, তেমন তেজ আর তেমনই বুদ্ধি। মায়ের মত অন্যায় সেও সহ্য করতে পারে না।

Jagaddhatri, zee bangla জগদ্ধাত্রী, জি বাংলা

এতদিন নিজের পরিবার, মুখার্জি বাড়ি ছেড়ে অন্যত্র থাকছিল দূর্গা। কিন্তু এখন সে জেনেছে নিজের পরিচয়। সে জানে তাঁর মায়ের সাথে কি অন্যায় হয়েছে। আর তাই মুখ বুজে থাকবে না দূর্গা। সে ফিরে এসে বদলা নেবেই। ধারাবাহিকের পর্বে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। দিব্যা সেন ও বৈদেহী মুখার্জিকে সরাসরি হুমকি দিল দূর্গা।

ধারাবাহিকের পর্বে দেখা যায়, দূর্গা প্রথমে দিব্যা সেনকে ফোন করে। আর ফোন করে বলে দিব্যা যে অন্যায় করেছে এবার সে তাঁর যোগ্য শাস্তি পাবে। শুধু তাই নয়, দিব্যাকে সে আরও বলে, তাঁর মুখ দেখলে দিব্যার মাথা ঘুরে যাবে। তাই আপাতত নিজের শাস্তির জন্য দিব্যা যেন প্রস্তুত হয়। তবে শুধু দিব্যাকে ফোন করেই শান্ত থাকেনি দূর্গা। ফোন করে বৈদেহী মুখার্জিকেও।

বৈদেহীকে ঠাম্মি বলে ডাকে দূর্গা। আর তাতেই চমকে যায় বৈদেহী। সে তখন বলে আমি তোমার ঠাম্মি নই। তখন দূর্গা বলে, মেহেন্দি, উৎসব সবাই মিলে তাঁর যে ক্ষতি করেছে তার কোনো সীমা নেই। তাই বদলা সে নেবেই। এরপর দূর্গা দিব্যা সেনের বাড়ি গিয়ে তোলপাড় করে প্রমাণ খোঁজে। সেটা পরে জানতে পারে দিব্যা। সে তখন চিন্তিত হয়ে বলে, এবার হয়তো সবাই সবটা জেনে যাবে।

Soumi