জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঠিক রানী রাসমনির মতোই সাহসিনী, ‘কে কী বলল তাতে কিছু যায় আসে না’, নাম না করেই প্রযোজক রানা সরকারকে ধুয়ে দিলেন ‘খুকু’ দিতিপ্রিয়া রয়!

সম্প্রতি সিনেমা হলে মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং “রানী রাসমণি” খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় অভিনীত সিনেমা “আয় খুকু আয়”। একবারে মধ্যবিত্ত বাবা মেয়ের সম্পর্কের গল্প বলা হয়েছে এই সিনেমায়। বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ এবং তার মেয়ে বুড়ির ভূমিকায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া।

তবে মাত্র তিন দিনের হল কালেকশন দেখে বোঝা গিয়েছিল সিনেমাটির সেভাবে হলে দর্শক টানতে সফল হয়নি। এই নিয়ে টিমকে খোঁচা মেরেছিলেন বলিউডের বিখ্যাত প্রযোজক রানা সরকার।

রানা অভিযোগ তুলেছিলেন যে যাঁদেরকে আমরা সুপারস্টার বলে মাথায় তুলে রাখে তাঁদের অধিকাংশ সিনেমা হিট হয় না। এটি তিনি সরাসরি কটাক্ষ্য করেছিলেন “আমি ইন্ডাস্ট্রি” বলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা সিনেমার হাল টেনেছিলেন প্রসেনজিৎ এমনটাই বলা হয় টলিপাড়ায়। সে সময় আরো অন্যান্য বিখ্যাত নায়ক না থাকলেও শুধুমাত্র প্রসেনজিৎকেই এই সাফল্যের জন্য গুরুত্ব দেওয়া হয়।

Rana Sarkar Post scaled

রানা সরকারের এই বক্তব্যের পর দিতিপ্রিয়া রায় মুখ খুললেন। সম্প্রতি লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন দিতিপ্রিয়া। লন্ডনে অন্য আরেকটি সিনেমার শুটিং ছিল তাঁর। ফিরে এসে নন্দনের সিনেমা হলে চুপিচুপি ঢুকে গিয়েছিলেন দর্শকদের মধ্যে। আসলে নিজের চোখে দেখতে চেয়েছিলেন আয় খুকু আয় সিনেমা দেখার পর তাদের প্রতিক্রিয়া।

দর্শকদের উচ্ছ্বাস এবং প্রশংসা দেখে আনন্দে ভেসে গিয়েছেন অভিনেত্রী। রানা সরকারের নাম না নিয়ে পরোক্ষভাবে তিনি বললেন কে কি বলল তাতে কিছু যায় আসে না। নায়িকা সেগুলি পাত্তা দিতে চান না। দর্শকরা কী বলল সেটাই আসল তাঁর কাছে। আর দর্শক যখন বলে দিয়েছে ভালো লেগেছে তখন সেটাই নায়িকার কাছে বেশি দামি।

Piya Chanda

                 

You cannot copy content of this page