জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

২১ ঘন্টাতেই এপিকাট ভিডিওতে ১০ লাখের উপর ভিউজ, প্রায় ৫০ হাজার লাইক, পুলিশ থেকে হঠাৎ কোকিলকন্ঠী গায়িকা হয়ে গেল গুড্ডি তবুও কেন টিআরপি পায় না কে জানে! হাসির রোল নেটপাড়ায়

অনেক আশা ভরসা নিয়ে স্টার জলসায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক গুড্ডি। মুখ্য ভূমিকায় রয়েছেন শ্যামৌপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণু। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মধুরিমা বসাক। অনেকের মতে গুড্ডি খুব ভালো সিরিয়াল,অনেকের মতে খুব বিরক্তিকর একটা ধারাবাহিক হল গুড্ডি! কিন্তু সোশ্যাল মিডিয়ায় গুড্ডি সংক্রান্ত কোন ভিডিও দিলে সেটাতে এত ভিউজ আর লাইক হয় যে অনেকেই বুঝতে পারে না গুড্ডি কেন টিআরপি রেটিংয়ে এত বাজে ফলাফল করে।

তবে সম্প্রতি গুড্ডির একটি এপিসোড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনা হয়েছে। ছোটকার সঙ্গে গান গাইতে মঞ্চে উঠেছে গুড্ডি। তাকে দেখিয়ে অনুজ সহ পরিবারের সকলেই চমকে উঠেছে। ছোটকার স্ত্রীয়ের অনেক অনুরোধে গুড্ডি গাইতে এসেছে ছোটকার মান বাঁচাতে। মঞ্চে উঠে সে ওয়াদা রাহা সানাম গানটা গায়।

21 ঘণ্টা আগে স্টার জলসা এপিকাট পোস্ট করেছিলো আর ইতিমধ্যেই সেই ভিডিওতে 10 লাখের ওপর ভিউজ এবং 49 হাজার লাইক পড়ে গেছে। যারা গুড্ডির ভক্ত তারা কিছুতেই বুঝতে পারছেন না যে ভিউজ, লাইক এত বেশি পায় তাহলে টিআরপি রেটিংয়ে জায়গা করতে পারে না কেন এই ধারাবাহিক? অনেকের মতে সময়টা গন্ডগোলের।বিকালবেলা কেউ সিরিয়াল দেখে না, সকলে দিদি নম্বর ওয়ান দেখতে ব্যস্ত থাকে।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Gossip (@tollygossipnews)

তবে এই ভিডিওর পরে ট্রোলিংয়ের এর শিকার হয়েছে গুড্ডি। একজন লিখেছে এইতো পুলিশ অফিসার হবে বলল এখন আবার গায়িকা হয়ে গেল।আসলে ধারাবাহিকের চরিত্রদের মুখে যখন গান বসানো হয় তখন নতুন করে গায়ক-গায়িকাদের দিয়ে সেই গান গাওয়ালে ভালো হয় বলে মত অনেকে কারণ আমি যদি এখন ধারাবাহিকে চরিত্রদের হঠাৎ করে মান্নাদের গলায় কবিতা কৃষ্ণমূর্তির গলায় গান শুনি তাহলে আমার কখনই মনে হবে না সেটা তার নিজের গাওয়া গান। এই বিষয়টা ধারাবাহিকের নির্মাতাদের একটু মাথায় রাখলে ভালো হয়।

Piya Chanda