বেশ কিছুমাসের নীরবতার পর সম্প্রতি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) কিছু ছবি ঘিরে আবারও চর্চা শুরু হয়েছে টেলিপাড়ায়। উজ্জ্বল মুখ এবং চেনা হাসির এক ঝলকেই যেন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ছবিটি শেয়ার করেছিলেন সৌপ্তিক রায় আর তাঁর লেখা ছোট্ট মন্তব্যেই ইঙ্গিত মিলেছে নতুন কোনও কাজের। প্রকাশ্যে কিছু না বললেও, এই উপস্থিতি যে নিছক কাকতালীয় নয়, তা অনেকেই বুঝে নিয়েছেন। দীর্ঘ সময় ধরে মানসিক চাপ আর বিতর্কের মধ্যে কাটানোর পর দিতিপ্রিয়া যে নতুন করে নিজের কাজের জগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, সেটাই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।
এর মধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে ভেসে আসছে আরও বড় খবর। শোনা যাচ্ছে, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় জি বাংলায় আসতে চলেছে এক নতুন পৌরাণিক মেগা ধারাবাহিক। বড় বাজেট, বিশাল পরিকল্পনা আর চেনা ভক্তির আবহ মিলিয়ে চ্যানেল ও প্রযোজনা সংস্থার মধ্যে নাকি প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ধারাবাহিকের নাম কিংবা ঠিক কোন পৌরাণিক কাহিনি তুলে ধরা হবে, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সংশ্লিষ্ট মহল। তবে এটুকু পরিষ্কার, ছোটপর্দায় আবার ভক্তিরসের এক নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি চলছে।
এই নতুন পৌরাণিক প্রজেক্ট ঘিরেই দিতিপ্রিয়ার নাম ঘুরে ফিরে আসছে বারবার। কারণটা খুব একটা অজানা নয়। ‘করুণাময়ী রানী রাসমণি’-তে রানী রাসমণির চরিত্রে তাঁর অভিনয় আজও জি বাংলার দর্শকের মনে আলাদা জায়গা করে রয়েছে। ছোট্ট বয়সে এমন একটি ঐতিহাসিক-পৌরাণিক চরিত্রকে জীবন্ত করে তোলা সহজ ছিল না, কিন্তু দিতিপ্রিয়া সেই পরীক্ষায় অনায়াসে উত্তীর্ণ হয়েছিলেন। তাই নতুন কোনও পৌরাণিক ধারাবাহিকের কথা উঠলেই, সম্ভাব্য মুখ্য চরিত্রের তালিকায় তাঁর নাম সবার আগে উঠে আসছে।
উল্লেখযোগ্য বিষয় হল, সাম্প্রতিক সময়ে কাজ থেকে কিছুটা দূরে সরে গিয়ে দিতিপ্রিয়া নিজের মানসিক স্বাস্থ্যের দিকেই বেশি নজর দিয়েছেন। আগের ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত থেকে বিতর্ক, এমনকি হাতছাড়া হওয়া বড় ওয়েব সিরিজ মিলিয়ে সময়টা তাঁর জন্য সহজ ছিল না। তবুও তিনি নিজেই জানিয়েছিলেন, এই বিরতি তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। হয়তো সেই সময়টাই এখন ফল দিতে চলেছে। যদি সত্যিই এই নতুন পৌরাণিক ধারাবাহিকে তাঁকে মুখ্য ভূমিকায় দেখা যায়, তাহলে তা হবে একেবারে ভিন্ন এক প্রত্যাবর্তন।
আরও পড়ুনঃ “একসঙ্গে হাত ধরে ঘুরি, সংসার করি…প্রতিদিনই বিশেষ, আলাদা করে ‘প্রেম দিবস’ নেই আমাদের!” সামনেই ভালোবাসার মাস! বাস্তবের প্রেম নিয়ে অকপট ‘আনন্দী’র আদিদেব, ঋত্বিক মুখোপাধ্যায়! স্বামী হিসেবে কেমন পর্দার নায়ক, কি জানালেন স্ত্রী দিশা?
যদিও সবকিছু এখনও জল্পনার স্তরেই থাকলেও, দর্শকদের প্রত্যাশা যে ক্রমেই বাড়ছে, তা বলাই যায়। সুরিন্দর ফিল্মসের হাত ধরে জি বাংলার পর্দায় যদি কোনও পৌরাণিক ইতিহাস নতুনভাবে জীবন্ত হয়ে ওঠে, আর তার কেন্দ্রে থাকেন দিতিপ্রিয়া রায় তাহলে ছোটপর্দায় আবারও এক বড় ধামাকা অপেক্ষা করছে! এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই রহস্যের পর্দা সরবে আর দর্শক পাবে তাদের বহু প্রতীক্ষিত উত্তর। আপনারা কতটা উৎসাহী আবার পর্দায় পৌরাণিক চরিত্রে দিতিপ্রিয়াকে দেখার জন্য?
