Bangla Serial

সৌমীতৃষা অসুস্থ, এবার মিঠাইতে নতুন অভিনেত্রী! ধারাবাহিকের শেষ সময়ে মোদক বাড়িতে এলো কে? দুর্ধর্ষ এপিসোড

মিঠাই’ এবার শেষের পথে। বর্তমানে একের পর এক ধারাবাহিক টিআরপির অভাবে কিছু মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। তার বদলে আসছে নতুন ধারাবাহিক। সেই জায়গায় দাঁড়িয়ে তিন বছর ছুঁতে চলল ‘মিঠাই’। দুষ্টু – মিষ্টি মেয়ের চটাং চটাং কথা, ভাঙাচোরা ইংরেজি শব্দ, অসাধারণ অভিনয় দক্ষতা জনপ্রিয় করেছিল মিঠাইকে। তবে এবার শোনা যাচ্ছে, চলতি মাসেই ইতির খাতায় নাম লেখাবে এই মেগাও।

তবে মিঠাই’এর শেষ ঠিক কিভাবে হবে তা নিয়ে রয়েছে সংশয়। গুঞ্জন শোনা যাচ্ছে, সৌমীতৃষার অসুস্থতার কারণে আর মিঠাই’তে তাঁকে দেখানো হয়তো নাও যেতে পারে। তবে কি স্যাড এন্ডিং হতে চলেছে এই ধারাবাহিকের? রয়েছে এমন অনেক প্রশ্নই। আবার শোনা যাচ্ছে, মিঠাই-সিডের মিল হওয়ার সাথে আরও একটি খুশির খবরের সাথে ইতি হবে এই ধারাবাহিক।

উল্লেখ্য, প্রথম থেকেই এই ধারাবাহিকে মিঠাই-উচ্ছেবাবুর জুটিও বেশ প্রিয় দর্শকদের। এই ধারাবাহিকে প’রকীয়ার এন্ট্রি না হলেও মিঠাইকে টক্কর দেওয়ার জন্য একের পর এক মেয়ের এন্ট্রি হয় সিড-এর জীবনে। উক্ত ধারাবাহিক মিঠাই অন্যান্য ধারাবাহিকের থেকে বেশ আলাদা। যেখানে ধারাবাহিকের শেষের পথে গল্প ধীরে ধীরে ছোট হতে আসে। সেখানে মিঠাই’তে ইতি টানার আগে একের পর এক নতুন চরিত্রের এন্ট্রি হচ্ছে।

সম্প্রতি মিঠাই’তে এন্ট্রি নিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রি রায়। যিনি রোহিণীর চরিত্রে অভিনয় করছিলেন। যার দরুন মিঠাই আর সিডির সম্পর্ক আগের মতোই মিষ্টি-মধুর হয়ে উঠেছিল। এবার আরও এক নতুন চরিত্র এন্ট্রি নিতে চলেছে মিঠাই’তে। মিঠাই’তে এন্ট্রি নেবেন অভিনেত্রী গৌরী দত্ত। যিনি এরআগে আলতা ফড়িং, অপরাজিতা, ফুলকি প্রভৃতি নানান ধারাবাহিকে অভিনয় করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Mouli Dutta 🧿 (@mouli9954)

তবে এই মুহূর্তে তার প্রয়োজনীয়তা কি এই ধারাবাহিকে তা নিয়ে উঠছে বেশ প্রশ্ন। কিছু দর্শকের মনে হচ্ছে, গৌরী আসবেন রুদ্র ও নিপার মাঝে। বর্তমানে আমরা জানি সৌমীতৃষা অসুস্থ। তাই ধারাবাহিকে তার অনুপস্থিতিতে গল্পকে হয়তো গৌরির দিকে বেশি ঠেলে দেওয়া হবে। যাতে দর্শক তাদের স্টোরিটা দেখতে থাকে। তবে এ নিয়ে এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। কিন্তু গৌরির মিঠাই’তে আসার কথাটা তাঁর নিজস্ব পোস্ট থেকেই জানা গিয়েছে।

Pabitra