জি বাংলার(zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri) দিনে দিনে আরও জমে উঠছে। প্রতি পর্বেই যেন একের পর এক চমক। এবার সেই ধারাবাহিকেই এল এমন এক মোড়, যা দর্শকদের হতবাক করে দিয়েছে। গল্প শুরু হয়েছিল ‘দুর্গা মুখার্জী’ ও ‘জগদ্ধাত্রী’-কে ঘিরে দ্বন্দ্ব নিয়ে। কে আসল, কে নকল—তা নিয়ে চলছিল জল্পনা। তবে এবার কোর্টে এসে যেভাবে সত্যি উন্মোচন করলেন দুর্গা, তাতে মুখোশ খুলে গেল অনেকেরই।
গল্পে দেখা যায়, দুর্গা ছদ্মবেশে জগদ্ধাত্রী রূপে হাজির হয়। তাকে হুইলচেয়ারে বসিয়ে অপমান করতে উদ্যত হয় মেহেন্দি ও বৈদেহী। উৎসব তখন বলে, “তাকে দাঁড় করাও, তাহলেই আসল শিক্ষা পাবে।” হুইলচেয়ার থেকে উঠিয়ে দাঁড় করানো মাত্র সবাই হতবাক—তবে সে কিছু বলার মতো অবস্থায় ছিল না। এরপরেই উত্তেজনার পারদ চড়ে যায়, মেহেন্দি চিৎকার করে বলে দেয়, “আজকেই ফাঁস করে দেব সবকিছু।”
একের পর এক অপমান আর নাটক চলতে থাকে কোর্টে। ঠিক তখনই হাজির হন একজন রহস্যময়ী, যিনি আসল দুর্গা মুখার্জী। পর্দার আড়াল থেকে বেরিয়ে তিনি বলেন, “আপনারা ভুল করছেন, আমি হলাম আসল দুর্গা।” এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ। এরপরেই দুর্গা জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করেন তার জীবনের ট্র্যাজেডি। কীভাবে শত্রুরা তার মায়ের অপারেশন নিয়ে ছলচাতুরি করেছিল, কীভাবে তাঁকে মুখার্জী বাড়ি থেকে তাড়ানো হয়েছিল—সবই ফাঁস করেন তিনি।
কথা বলার মাঝে জগদ্ধাত্রী প্রায় অজ্ঞান হয়ে পড়ে, আর তাকে ধরে নেয় কৌশিকী মুখার্জী। এরপর মেহেন্দিকে সপাটে চড় মারেন কৌশিকী, আর বলেন, “তুমি সীমা ছাড়িয়ে গেছো।” ডাক্তারদের ডাকা হয় সার্জারির প্রমাণ খোঁজার জন্য, কিন্তু তারা মুখে কুলুপ এঁটে থাকে। মেহেন্দি বলে ওঠে, “সব মেকআপ!” কিন্তু বাকিরা তখন বুঝে যান সত্যি কী। বৈদেহী তখন এডভোকেটকে ডেকে বলে, “কোর্টে নাটক চলবে না।”
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে গোপালের ভালোবাসায় হার মানল রুক্মিণী! বিদেশে যাওয়ার আগে গোপালকে জড়িয়ে ধরল রুক্মিণী! রুক্মিণীকে বুকে জড়িয়ে কেঁদে ভাসাল গোপাল! হঠাৎ বি’স্ফো’র’ণে কেঁপে উঠল ন্যাড়া-গোয়াল! ভালোবাসা কি ফেরাবে রুক্মিণীকে?
সবটা শুনে কোর্টে উপস্থিত সবাই চমকে যান। কৌশিকী বলেন, “আমি চেয়েছিলাম দুর্গার হাতে সমস্ত সম্পত্তি তুলে দিতে।” পর্দা পড়ে যায় কোর্টের, তবে গল্প এখানেই শেষ নয়। বৈদেহী পরবর্তী শুনানির জন্য নতুন ডেট নেয়, কিন্তু দুর্গা স্পষ্ট জানিয়ে দেন, “আমার মা সুস্থ হবেই। তোমাদের প্রত্যেকের মুখোশ আমি খুলে দেবই।” জগদ্ধাত্রী ধারাবাহিকের এই কোর্টরুম দৃশ্য দর্শকদের মনে তৈরি করেছে প্রবল কৌতূহল। আগামী দিনে কোন নতুন মোড় আসছে, তা দেখতেই মুখিয়ে রয়েছে দর্শকরা।