জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এখানে আকাশ নীল’ এর উজান হিয়ার দাঁড়ানোর স্টাইলটা পর্যন্ত ঝেঁপে নিয়েছে ‘এক্কা দোক্কা’র রাধিকা-পোখরাজ! শুরুর আগেই বির্তকের মুখে নতুন ধারাবাহিক

দর্শকদের চাওয়া পাওয়ার উপর ভর করেই এখনকার দিনে বানানো হচ্ছে ধারাবাহিকগুলি। যতদিন এগোচ্ছে মানুষের স্বাদ ভিন্ন হচ্ছে। প্লাটাচ্ছে ধারাবাহিকগুলির গল্প। মানুষের পছন্দ না হলে সেই ধারাবাহিক বেশিদিন টেকে না।

দর্শকদের কথা মাথায় রেখে ষ্টার জলসা নিয়ে আসছে একাধিক নতুন ধারাবাহিক। সেই সঙ্গে দর্শকরা পাবেন নতুন কিছু জুটি। ষ্টার জলসায় আস্তে চলেছে ‘এক্কা দোক্কা’, ‘মাধবীলতা’, ‘নবাব নন্দীনি’ প্রভৃতি। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সেই ধারাবাহিকের প্রোমো।

তবে ধারাবাহিকগুলির সম্পর্কে দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন ধারাবাহিকের গল্প থেকে শুরু করে পোস্টার কপি করা হচ্ছে। ‘মাধবীলতা’ ধারাবাহিকের সাথে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের মিল খুঁজে পাচ্ছেন অনেক দর্শক। আবার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের সঙ্গে একটি পুরনো জনপ্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’র মিল আছে বলে দাবি করছেন অনেক দর্শক। আগামী ১৮ জুলাই, সোম থেকে রবি রাত ৯ টা থেকে সম্প্রচারিত হবে ধারাবাহিক ‘এক্কা দোক্কা’।

Ekka Dokka1

নতুন ধারাবাহিকের শুরুর আগে থেকে বিতর্কের মুখে নতুন জুটি সপ্তর্ষি মৌলিক ও সোনামণি সাহা। অনেকে মনে করেছেন ধারাবাহিকের পোস্টার ও নাকি ঝাঁপা হয়েছে। তবে এখন এটাই দেখার বিষয় ধারাবাহিকটি মানুষের মন জয় করতে পারছে কিনা।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page